আরও একটি নতুন বছর
একটি পুরোনো বর্ষের শেষ
আর একটি নতুন বছরের আরম্ভ
একটি আশা এবং প্রত্যাশার বর্ষ
আর কারও কাছে হর্ষ এবং উল্লাসের বর্ষ
আঁকাবাঁকা ছবির মধ্য দিয়ে
হাতড়ে বেড়ালাম সারা বছর
শান্তির পথ
বিদায় নেবার বেলায়
পুরোনো বছর ফুঁপিয়ে কাঁদছে
শোকে ভেঙ্গে পড়ছে
স্বাগতম জানাচ্ছে
এক স্বর্ণময় অধ্যায়ের
নতুন পৃষ্ঠা খোলার জন্য
নববর্ষকে।
শব্দের সুবাস
শব্দের সঙ্গে তুমি খেলছিলে
শব্দের সঙ্গে তুমি যুদ্ধ করছিলে
শব্দের মধ্য দিয়ে প্রকাশ করলে
তোমার অব্যক্ত বেদনা
শব্দই মেঘের মতো গর্জন করে উঠেছিল
বিদ্যুতের মতো লুকোচুরি খেলছিল
শব্দই বৃষ্টির মতো বর্ষিত হয়েছিল
তার মধ্যে তুমি কাক ভেজা হয়ে আমাকে দিয়েছিলে
বাছা বাছা শব্দের উপহার
নিচ থেকে ওপরে শব্দগুলিকে ঠেলে দিয়ে
আকাশের সীমাহীন উচ্চতা স্পর্শ করছিলে
পাতালের গর্ভে যাত্রা করেছিলে
পৃথিবীর চারপাশে ঘুরে ঘুরে
আবার আমার হৃদয়ে কুড়িয়ে আনলে
শব্দের সুবাস
বেঁচে থাকার আশা
আমরা বেঁচে আছি
জীবনের ক্ষণ গুণে গুণে
মৃত্যুর দিকে এক পা এগিয়ে
সাংসারিক দুঃখ কষ্ট সামলে
আমরা বেঁচে আছি।
আর বেঁচে আছে
পথে ঘাটে
উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো
মিছিল যুক্ত সর্বহারার দল।
বেঁচে থাকার মূল্য কি এটাই
এটাই কি?
জীবনের জন্য বেঁচে থাকার সংগ্রাম
0 Comments