Advertisement

উন্মেষ

কিশোর কুমার জৈন-এর দুটি কবিতা | ভাষান্তর : বাসুদেব দাস

kobita weeklyunmesh

আরও একটি নতুন বছর

একটি পুরোনো বর্ষের শেষ
আর একটি নতুন বছরের আরম্ভ
একটি আশা এবং প্রত্যাশার বর্ষ
আর কারও কাছে হর্ষ এবং উল্লাসের বর্ষ
আঁকাবাঁকা ছবির মধ্য দিয়ে
হাতড়ে বেড়ালাম সারা বছর
শান্তির পথ

বিদায় নেবার বেলায়
পুরোনো বছর ফুঁপিয়ে কাঁদছে
শোকে ভেঙ্গে পড়ছে
স্বাগতম জানাচ্ছে
এক স্বর্ণময় অধ্যায়ের
নতুন পৃষ্ঠা খোলার জন্য
নববর্ষকে।

শব্দের সুবাস

শব্দের সঙ্গে তুমি খেলছিলে
শব্দের সঙ্গে তুমি যুদ্ধ করছিলে
শব্দের মধ্য দিয়ে প্রকাশ করলে
তোমার অব্যক্ত বেদনা

শব্দই মেঘের মতো গর্জন করে উঠেছিল
বিদ্যুতের মতো লুকোচুরি খেলছিল
শব্দই বৃষ্টির মতো বর্ষিত হয়েছিল
তার মধ্যে তুমি কাক ভেজা হয়ে আমাকে দিয়েছিলে
বাছা বাছা শব্দের উপহার

নিচ থেকে ওপরে শব্দগুলিকে ঠেলে দিয়ে
আকাশের সীমাহীন উচ্চতা স্পর্শ করছিলে
পাতালের গর্ভে যাত্রা করেছিলে
পৃথিবীর চারপাশে ঘুরে ঘুরে
আবার আমার হৃদয়ে কুড়িয়ে আনলে
শব্দের সুবাস
বেঁচে থাকার আশা

আমরা বেঁচে আছি
জীবনের ক্ষণ গুণে গুণে
মৃত্যুর দিকে এক পা এগিয়ে
সাংসারিক দুঃখ কষ্ট সামলে
আমরা বেঁচে আছি।

আর বেঁচে আছে
পথে ঘাটে
উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো
মিছিল যুক্ত সর্বহারার দল।

বেঁচে থাকার মূল্য কি এটাই
এটাই কি?
জীবনের জন্য বেঁচে থাকার সংগ্রাম

Post a Comment

0 Comments