Advertisement

উন্মেষ

হয়তো মনের আনন্দে লিখি, নয়তো প্রকৃতি আমাকে দিয়ে লিখিয়ে নেয়!

উন্মেষ সাহিত্য সাময়িকী

উন্মেষ সাহিত্য সাময়িকী’র নির্ধারিত প্রশ্নে সাক্ষাৎকার দিয়েছেন ছড়াকার ওয়াহিদ ওয়াসেক। প্রতিশ্রুতিশীল তরুণ ছড়াকার হিসেবে ইতোমধ্যে নিজের নামটিকে সচেতন পাঠকের দৃষ্টিতে আনতে সক্ষম হয়েছে তিনি। সাক্ষাৎকার নিয়েছেন জান্নাতুল ফেরদৌস—

কেমন আছেন? বর্তমানে কোন বইটি পড়ছেন?
ওয়াহিদ ওয়াসেক : ভালো আছি, এতটুকুই! বর্তমানে পড়ছি— ইমদাদুল হক মিলনের একটা বই। বইটির নাম— ‘প্রিয় হুমায়ূন আহমেদ’। বইটি হুমায়ূন আহমেদকে নিয়ে ইমদাদুল হক মিলনের স্মৃতিকথা।

আপনি লেখেন কেনো?
ওয়াহিদ ওয়াসেক : আমি কেন লিখি? আসলে আমি নিজেও জানি না। হয়তো মনের আনন্দে লিখি। নয়তো প্রকৃতি আমাকে দিয়ে লিখিয়ে নেয়!

কী ধরনের বিষয়বস্তু নিয়ে লিখতে স্বচ্ছন্দবোধ করেন?

ওয়াহিদ ওয়াসেক : আমি মূলত লেখালিখি করি বাচ্চাদের জন্য। শিশুতোষ। তবে বেশিরভাগ ছড়াই লিখি। ছড়া লেখা আমার কাছে সহজ মনে হয়! স্বাচ্ছন্দবোধ করি। কিন্তু ছড়া লেখা মোটেও সহজ না! এমনকি সমকালীন বিষয়েও লেখালিখি করি।

লেখালেখির ক্ষেত্রে দেশি-বিদেশি কোন লেখক/ছড়াকার আপনাকে বেশি অনুপ্রেরণা যুগিয়েছে?

ওয়াহিদ ওয়াসেক : আসলে অনুপ্রেরণা আমি সবার কাছ থেকেই পাই। সব লেখকের কাছ থেকেই পাই। লেখকতো লেখকই। দেশি-বিদেশি কোনো ব্যাপার না! তবে সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছি— ছড়াকার সুকুমার বড়ুয়ার কাছ থেকেই। তা কিন্তু পরোক্ষভাবে। তাঁর জীবনী পড়েই।

লেখার সময় পাঠকের কোনো চাহিদার দিক বিবেচনায় রাখেন কি?
ওয়াহিদ ওয়াসেক : হ্যাঁ, তা-তো অবশ্যই। একটা বিষয়ে লেখার আগে আমাকে ভাবতে হয়। এটা কারা পড়বে? কেন পড়বে? এমনকি যারা পড়বে তাদের জন্য কী মেসেজ আছে! আর বাচ্চাদের জন্য লেখার সময় তো বাচ্চাদের কথা মাথায় রাখতে হয়। শব্দ-বাক্য খুব সচেতনভাবে ব্যবহার করতে হয়।

একজন পাঠক আপনার লেখা পড়বেন কেন?
ওয়াহিদ ওয়াসেক : আসলে কী— ভালো লেখা যে কেউ পড়বে। আজ না পড়লেও, আগামীকাল পড়বে! এটা নিশ্চিত। আর একজন পাঠক কখন পড়েন? যখন লেখাটা একটু পড়ে উনার ভালো লাগে। আর ভালো লাগা থেকেই এই লেখকের আরেকটি লেখা পড়ার চেষ্টা করেন। আর এভাবেই ধীরে ধীরে পাঠক একজন লেখকের ভক্ত হয়ে যান! আমিও ভালো লেখার চেষ্টা করছি। কতটুকু পারছি জানি না!

আপনার প্রিয় গল্পকার/ছড়াকার  কারা? কেন প্রিয়!

ওয়াহিদ ওয়াসেক : প্রিয় গল্পকার বা ছড়াকার কিংবা লেখক কারা— এটা তো বলা মুশকিল! আমি মোটামুটি সবার লেখা পড়ার চেষ্টা করি। প্রতিটা ভালো লেখাই আমার ভালো লাগে। আর ভালো লেখকরাই আমার প্রিয়।

এবারের বইমেলায় আপনার কি কি বই থাকছে?
ওয়াহিদ ওয়াসেক : এবারের বইমেলায় আমার একটা শিশুতোষ ছড়ার বই থাকছে। বইটির নাম ‘ইতি-বিথী’। বইটি পাওয়া যাবে একুশে বইমেলায় পাপড়ির ৭১৯ নম্বর স্টলে। এমনকি চট্টগ্রাম ও খুলনা বইমেলায়ও পাওয়া যাবে।

বইমেলায় গিয়েছেন কি? পরিবেশ কেমন দেখলেন?
ওয়াহিদ ওয়াসেক : বইমেলায় এখনও যাওয়া হয়নি! তবে বলা যায়, বিগত বছরগুলোর তুলনায় এবারের বইমেলা তেমন একটা জমজমাট হবে না। যদিও বইমেলা একটা উৎসব। কিন্তু আমেজ নেই। বলতে পারি— আমেজহীন বইমেলা!

বইমেলায় আগত পাঠকদের উদ্দেশ্যে কি বলতে চান—
ওয়াহিদ ওয়াসেক : আসলে পাঠকদের উদ্দেশ্য বলার মতো কিচ্ছু নেই। এমনকি আমি সেই যোগ্যতাও রাখি না। তবে এটুকু বলব— ভালো বই পড়বেন। ভালো বই বাচ্চাদের হাতে তুলে দেবেন। মনে রাখবেন, একটা ভালো বই আলো ছড়ায়।

Post a Comment

0 Comments