Advertisement

উন্মেষ

বই পড়লে সমাজের রূঢ় বাস্তবতা সম্পর্কে মানুষ ধারণা পায় : আহমেদ শিমু

উন্মেষ সাহিত্য সাময়িকী
উন্মেষ সাহিত্য সাময়িকী’র নির্ধারিত প্রশ্নে সাক্ষাৎকার দিয়েছেন কথাসাহিত্যিক আহমেদ শিমু। 'দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ' লেখকের পঞ্চম বই এবং চতুর্থ উপন্যাস। তার প্রকাশিত অন্যান্য বইগুলো হচ্ছে-'স্পর্শিত অনুভূতি', 'শেষ পৃষ্ঠা', 'অদৃশ্য দেয়াল' ও 'দর্পণ'। সাক্ষাৎকার নিয়েছেন কবি ও সম্পাদক সাজেদুর আবেদীন শান্ত—

কেমন আছেন? বর্তমানে কোন বইটি পড়ছেন?
আহমেদ শিমু : আলহামদুলিল্লাহ! ভালো। লেখার কাজ ও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বর্তমানে খুব ব্যস্ত সময় পার করছি। কাজেই আপাতত পড়া হচ্ছে না। তবে খুব শীঘ্রই শুরু করব।

আপনি লেখেন কেনো?
আহমেদ শিমু : আমি সমাজের যেই জিনিসগুলো তুলে ধরতে চাই, সেগুলো যাতে বৃহৎ আকারে তুলে ধরতে পারি এজন্য লিখি।

কী ধরনের বিষয়বস্তু নিয়ে লিখতে স্বাচ্ছন্দবোধ করেন?
আহমেদ শিমু : আমাদের সমাজের বাস্তব চিত্রগুলোই মূলতো আমাকে বেশি ভাবায়। যার কারনে সমাজ বাস্তবতা নিয়ে লিখতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।

লেখালেখির ক্ষেত্রে দেশি-বিদেশি কোন লেখক আপনাকে বেশি অনুপ্রেরণা যুগিয়েছে?
আহমেদ শিমু : একেকজন লেখকের লেখার ধাঁচ অন্যজন থেকে আলাদা। আমি যেমন নবিন লেখকদের লেখা পড়ি, তেমনি প্রবীণ লেখকদেরও। কাজেই নির্দিষ্ট করে বলা কঠিন।

লেখার সময় পাঠকের কোনো চাহিদার দিক বিবেচনায় রাখেন কি?

আহমেদ শিমু : হুম। পড়া শেষে পাঠকের জন্য যাতে কোন টুইষ্ট থাকে এবং ইতিবাচক কোন ম্যাসেজ যেন দিতে পারি, যেটা জীবনে চলার পথে কাজে লাগে।

একজন পাঠক আপনার লেখা পড়বেন কেন?
আহমেদ শিমু : একজন লেখক সমাজের বাস্তব চিত্র তার কল্পনায় ধারন করে সাজিয়ে লেখেন। যেটা অনেক সময় চোখ এড়িয়ে যায়। কিন্তু বই পড়লে সমাজের রূঢ় বাস্তবতা সম্পর্কে খুব সহজেই যে অবস্থান থেকে যে কোন পেশার মানুষ ধারণা পেতে পারে।

আপনার প্রিয় গল্পকার কারা? কেন প্রিয়!
আহমেদ শিমু : হুমায়ূন আহমেদ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশংকর বন্দ্যোপাধ্যায়, সমরেশ মজুমদার, হরিশংকর জলদাস। আরো অনেকেই আছেন। তারা প্রিয় কারণ, আমার মন খারাপ হলে হুমায়ূন আহমেদের লেখা পড়ার সাথে সাথেই মন ভালো হয়ে যায়। হরিশংকর জলদাশের লেখার গাথুনী আমাকে মুগ্ধ করে, শরৎচন্দ্রের গল্প আমাকে ঘোরের মধ্য নিয়ে যায়, সমরেশ মজুমদারের বর্ণনাশৈলি অনবদ্য ও জীবন্ত, তারাশংকরকে তো মনে হয় নতুন শব্দের কারিগর।

এবারের বইমেলায় আপনার কি কি বই থাকছে?
আহমেদ শিমু : এবারের বইমেলায় এশিয়া পাবলিকেশন্সের ৫৬১-৫৬৪ নং ষ্টলে থাকছে আমার এবারের নতুন উপন্যাস 'ঘর ভরা দুপুর'সহ পূর্বের তিনটি থ্রিলার জনরার উপন্যাস। এছাড়াও এই প্রকাশনীতেই এবারের বইমেলার জন্য একটা থ্রিলার সংকলনে 'টার্গেট’ নামে আমার একটা গল্পও থাকছে।

বইমেলায় গিয়েছেন কি? পরিবেশ কেমন দেখলেন?

আহমেদ শিমু : এখনো যাওয়া হয়নি। তবে আশা আছে ১৪ই ফেব্রুয়ারিরতে যাওয়ার।

বইমেলায় আগত পাঠকদের উদ্দেশ্যে কি বলতে চান—
আহমেদ শিমু : একটা কথাই বলতে চাই আপনারা নিয়মশৃঙ্খলা মেনে বই মেলায় আসুন, কারো বিরক্তির কারণ না হয়ে বই কিনুন, বই পড়ুন এবং মৌলিক আলোচনার মাধ্যমে অন্য আরেকজনকে বইটি সম্পর্কে জানতে সহায়তা করুন।

Post a Comment

0 Comments