Advertisement

উন্মেষ

‘আমার লেখালিখিতে আসার প্রেরণা কোনো লেখক বা তার লেখা নয়’

উন্মেষ সাহিত্য সাময়িকী

উন্মেষ সাহিত্য সাময়িকী’র নির্ধারিত প্রশ্নে সাক্ষাৎকার দিয়েছেন কথাসাহিত্যিক ঝুমকি বসু। তার প্রকাশিত বইসমুহ; 'ছাতিম ফুলের গন্ধ' (বিদ্যাপ্রকাশ), ‘জোড়া শালিক’ (দেশ পাবলিকেশন্স), আলোর খোলস’ (অনুপ্রাণন), এবং ‘কাঁটাতার’ (জাগতিক)। সাক্ষাৎকার নিয়েছেন কবি ও সম্পাদক সাজেদুর আবেদীন শান্ত—

কেমন আছেন? বর্তমানে কোন বইটি পড়ছেন?

ঝুমকি বসু : ভালো আছি। বর্তমানে মঈন আহমেদের 'নিশব্দ জ্যোৎস্নার ভিতর' বইটি পড়ছি।

আপনি লেখেন কেনো?

ঝুমকি বসু : লিখতে ভালো লাগে তাই লিখি।

কী ধরনের বিষয়বস্তু নিয়ে লিখতে স্বচ্ছন্দবোধ করেন?

ঝুমকি বসু : আমার চারপাশের ঘটে যাওয়া যেসব ঘটনা আমার ভেতর নাড়া দেয় সেগুলো নিয়ে লিখতেই স্বচ্ছন্দবোধ করি।

লেখালেখির ক্ষেত্রে দেশি-বিদেশি কোন লেখক আপনাকে বেশি অনুপ্রেরণা যুগিয়েছে?

ঝুমকি বসু : ছাত্রজীবনে আমি অনেক বই পড়েছি কিন্তু তখন আমার নিজের লেখার আগ্রহ হয়নি। আসলে লেখালিখিতে হুট করেই আসা। সত্যি কথা বলতে আমার লেখালিখিতে আসার প্রেরণা কোনো লেখক বা তার লেখা নয়।

লেখার সময় পাঠকের কোনো চাহিদার দিক বিবেচনায় রাখেন কি?

ঝুমকি বসু : আমার ব্যক্তিগত ধারণা আজকাল পাঠক উপন্যাস বেশি পড়েন। তাই পাঠকের চাহিদার কথা মাথায় রেখে গতবছর উপন্যাস লিখেছিলাম। কিন্তু লেখার সময় নিজের ভালো লাগার দিকটিও মাথায় রাখতে হয়। আমি ছোটগল্প লিখতে বেশি স্বচ্ছন্দবোধ করি। তাই এবারের বইটিও ছোটগল্পের।

একজন পাঠক আপনার লেখা পড়বেন কেন?

ঝুমকি বসু : আমার প্রতিটি লেখায় সমাজের জন্য একটি ম্যাসেজ থাকে। আমার মনে হয় পাঠক আমার বইটি পড়ে যেমন পাঠের ক্ষুধা মেটান তেমনি এই ম্যাসেজটা নিয়েও ভাবার সুযোগ পান।

আপনার প্রিয় লেখক কারা? কেন প্রিয়!

ঝুমকি বসু : কলেজে পড়ার সময়ে যার লেখার প্রেমে পড়েছিলাম তিনি 'শংকর'। ওটা ছিল উঠতি বয়সের ক্রেজ। আসলে আমি সব বই পড়তে পছন্দ করি। কোনোটা ভালো লাগে, কোনোটা লাগে না। কিন্তু তবুও আমি পড়ি। তাছাড়া একজন লেখকের সব লেখাই ভালো হয় না। তাই আমি মূলত কাউকেই এককভাবে প্রিয় লেখক বলতে রাজি না। দেশি হোক, বিদেশি হোক- প্রতিটি ভালো লেখাই আমার প্রিয় লেখা।

এবারের বইমেলায় আপনার কি কি বই থাকছে?

ঝুমকি বসু : এই বছর আমার নতুন প্রকাশিত বই থাকছে 'ছাতিম ফুলের গন্ধ', প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ। এছাড়া আগের বইগুলো- ‘জোড়া শালিক’ (দেশ পাবলিকেশন্স), আলোর খোলস’ (অনুপ্রাণন), এবং ‘কাঁটাতার’ (জাগতিক) থাকছে।

বইমেলায় গিয়েছেন কি? পরিবেশ কেমন দেখলেন?

ঝুমকি বসু : গিয়েছি। প্রচুর ভিড় কিন্তু মানুষ বই কেনার চেয়ে ছবি তুলতে বেশি আগ্রহী।

বইমেলায় আগত পাঠকদের উদ্দেশ্যে কি বলতে চান—

ঝুমকি বসু : বইমেলা আমাদের প্রাণের মেলা। আজকাল প্রযুক্তির যুগ, ট্যাব বা মোবাইল ফোনে পড়া যায় সত্যি কিন্তু নতুন বইয়ের গন্ধ নিতে নিতে বই পড়ার যে আবেগ, তা এসব প্রযুক্তিতে পাওয়া যায় না। বইমেলার প্রাণ হচ্ছেন আপনারা। আপনাদের হাতে বইয়ের ব্যাগ দেখলেই মন ভালো হয়ে যায়।

Post a Comment

0 Comments