উন্মেষ সাহিত্য সাময়িকী’র নির্ধারিত প্রশ্নে সাক্ষাৎকার দিয়েছেন তরুণ লেখক ইসমত আরা প্রিয়া। তার প্রকাশিত বইসমুহ; ‘কান্নাগুলোর প্রার্থনা আওয়াজ’, ‘যাবজ্জীবন’, ‘নীলপদ্ম’, ‘শঙ্খচিল’, ‘বসন্ত ফিরে আসে’, ‘আমার শুধু মানুষ হারায়’ ও ‘বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে’। সাক্ষাৎকার নিয়েছেন কবি ও সম্পাদক সাজেদুর আবেদীন শান্ত—
কেমন আছেন? বর্তমানে কোন বইটি পড়ছেন?
ইসমত আরা প্রিয়া : বেশ ভালো। বইমেলার মাস এই মাসে শুধু বই সংগ্রহ করছি। পছন্দ অনুযায়ী বই কিনছি। বিশেষ করে তরুণ লেখক বা যারা প্রথম বই প্রকাশ করেছে তাদের।
আপনি লেখেন কেনো?
ইসমত আরা প্রিয়া : নিজের শান্তির জন্য। তাছাড়া এখন লিখতে লিখতে আমার অল্প সংখ্যক পাঠক আছে, যারাও আমার লেখা ভালোবাসে। তবে লিখতে পারা অসম্ভব শান্তির প্রকাশ। আমি যখন লিখিনা কিংবা নানান ব্যস্ততাতে লেখার সুযোগ পাইনা তখন অসুস্থবোধ হয়।
কী ধরনের বিষয়বস্তু নিয়ে লিখতে স্বচ্ছন্দবোধ করেন?
ইসমত আরা প্রিয়া : সামাজিক বিষয়ে, এই যে আশেপাশে যা ঘটছে, যা দেখছি কিংবা দেখেও এড়িয়ে যাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আমার লেখার এমন এমন সকল বিষয় তুলে ধরতে যা পাঠকের কাছে একটি বার্তা হয়ে পৌঁছাবে।
লেখালেখির ক্ষেত্রে দেশি-বিদেশি কোন লেখক আপনাকে বেশি অনুপ্রেরণা যুগিয়েছে?
ইসমত আরা প্রিয়া : লেখকের চাইতে অসংখ্য লেখা বেশি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। সেক্ষেত্রে অনেকেই আছেন বিশেষ করে কারো নাম বলতে পারছিনা।
লেখার সময় পাঠকের কোনো চাহিদার দিক বিবেচনায় রাখেন কি?
ইসমত আরা প্রিয়া : আমি চেষ্টা করি জীবনের গল্প বলার। আমি মনে করি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিছু গল্প থাকে। আমি সেই জীবনবোধের সাধারণ গল্পগুলোকেই আমার লেখায় তুলে ধরার চেষ্টা করি, যা পাঠক উপলব্ধি করতে পারে।
একজন পাঠক আপনার লেখা পড়বেন কেন?
ইসমত আরা প্রিয়া : পাঠক তার ইচ্ছে অনুযায়ী পড়বে। আমার বই পড়তে হবে এমন কোনো ধরাবাঁধা নেই। ভালো লাগলে তবেই পড়ুক। কারণ, ভালোলাগা খুবই ব্যাক্তিগত। সে ক্ষেত্রে আমার বই কেন পড়বে, এই প্রশ্নে কেন যাবো!
আপনার প্রিয় গল্পকার কারা? কেন প্রিয়!
ইসমত আরা প্রিয়া : হুমায়ূন আহমেদ স্যার। আমার শৈশব থেকে কৈশোরের যে শুরুর পথ, আমি তখন থেকেই তার লেখা পড়তে পছন্দ করি। সেই থেকেই প্রিয়।
এবারের বইমেলায় আপনার কি কি বই থাকছে?
ইসমত আরা প্রিয়া : বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে নামে একটি উপন্যাস থাকছে। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশনী। এছাড়া আগের প্রকাশিত বইগুলোত থাকছেই।
বইমেলায় গিয়েছেন কি? পরিবেশ কেমন দেখলেন?
ইসমত আরা প্রিয়া : না। এবার এখনো যাওয়া হয়ে ওঠেনি।
বইমেলায় আগত পাঠকদের উদ্দেশ্যে কি বলতে চান-
ইসমত আরা প্রিয়া : পাঠকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বই পড়ুন এবং যথাযথ যুক্তিসম্পন্ন সমালোচনা করুন।
কেমন আছেন? বর্তমানে কোন বইটি পড়ছেন?
ইসমত আরা প্রিয়া : বেশ ভালো। বইমেলার মাস এই মাসে শুধু বই সংগ্রহ করছি। পছন্দ অনুযায়ী বই কিনছি। বিশেষ করে তরুণ লেখক বা যারা প্রথম বই প্রকাশ করেছে তাদের।
আপনি লেখেন কেনো?
ইসমত আরা প্রিয়া : নিজের শান্তির জন্য। তাছাড়া এখন লিখতে লিখতে আমার অল্প সংখ্যক পাঠক আছে, যারাও আমার লেখা ভালোবাসে। তবে লিখতে পারা অসম্ভব শান্তির প্রকাশ। আমি যখন লিখিনা কিংবা নানান ব্যস্ততাতে লেখার সুযোগ পাইনা তখন অসুস্থবোধ হয়।
কী ধরনের বিষয়বস্তু নিয়ে লিখতে স্বচ্ছন্দবোধ করেন?
ইসমত আরা প্রিয়া : সামাজিক বিষয়ে, এই যে আশেপাশে যা ঘটছে, যা দেখছি কিংবা দেখেও এড়িয়ে যাচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আমার লেখার এমন এমন সকল বিষয় তুলে ধরতে যা পাঠকের কাছে একটি বার্তা হয়ে পৌঁছাবে।
লেখালেখির ক্ষেত্রে দেশি-বিদেশি কোন লেখক আপনাকে বেশি অনুপ্রেরণা যুগিয়েছে?
ইসমত আরা প্রিয়া : লেখকের চাইতে অসংখ্য লেখা বেশি আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। সেক্ষেত্রে অনেকেই আছেন বিশেষ করে কারো নাম বলতে পারছিনা।
লেখার সময় পাঠকের কোনো চাহিদার দিক বিবেচনায় রাখেন কি?
ইসমত আরা প্রিয়া : আমি চেষ্টা করি জীবনের গল্প বলার। আমি মনে করি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা কিছু গল্প থাকে। আমি সেই জীবনবোধের সাধারণ গল্পগুলোকেই আমার লেখায় তুলে ধরার চেষ্টা করি, যা পাঠক উপলব্ধি করতে পারে।
একজন পাঠক আপনার লেখা পড়বেন কেন?
ইসমত আরা প্রিয়া : পাঠক তার ইচ্ছে অনুযায়ী পড়বে। আমার বই পড়তে হবে এমন কোনো ধরাবাঁধা নেই। ভালো লাগলে তবেই পড়ুক। কারণ, ভালোলাগা খুবই ব্যাক্তিগত। সে ক্ষেত্রে আমার বই কেন পড়বে, এই প্রশ্নে কেন যাবো!
আপনার প্রিয় গল্পকার কারা? কেন প্রিয়!
ইসমত আরা প্রিয়া : হুমায়ূন আহমেদ স্যার। আমার শৈশব থেকে কৈশোরের যে শুরুর পথ, আমি তখন থেকেই তার লেখা পড়তে পছন্দ করি। সেই থেকেই প্রিয়।
এবারের বইমেলায় আপনার কি কি বই থাকছে?
ইসমত আরা প্রিয়া : বাড়ি ফিরে এসো সন্ধ্যে নামার আগে নামে একটি উপন্যাস থাকছে। বইটি প্রকাশ করেছে অন্বেষা প্রকাশনী। এছাড়া আগের প্রকাশিত বইগুলোত থাকছেই।
বইমেলায় গিয়েছেন কি? পরিবেশ কেমন দেখলেন?
ইসমত আরা প্রিয়া : না। এবার এখনো যাওয়া হয়ে ওঠেনি।
বইমেলায় আগত পাঠকদের উদ্দেশ্যে কি বলতে চান-
ইসমত আরা প্রিয়া : পাঠকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বই পড়ুন এবং যথাযথ যুক্তিসম্পন্ন সমালোচনা করুন।
2 Comments
লেখকের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল
ReplyDeleteধন্যবাদ
Delete