শোকের ছায়া
প্রেয়সী,
অন্তরালের অন্ত-হীন যাতনা
অনুভব করেছো কখনো?
দুঃখের স্রোতে ভেসে যাওয়া
এ যে এক কচুরিপানা
অনন্তকাল ছুটে চলে ...
নেই যার আপন ঠিকানা।
সময়ের স্রোতে বয়ে যায়
গুছানো রঙিন জীবন
শোকের ছায়া লেগে থাকে
কেউই খুঁজে না কারণ।
ভালোবাসার শেষ বেলায়
শুনেছি—
ভালোবাসার প্রথম প্রহরে
একটি রজনিগন্ধা হাতে
প্রেমিক বলে—
‘ভালোবাসি তোমায়
সাদরে গ্রহণ করো আমায়’
আর আমি না হয়—
এক উল্টো মানুষ!
ভালোবাসার শেষ বেলায়
সেই রজনিগন্ধা পাঠালাম
বিসর্জন সম্ভাষণে তোমায়।
নির্দয় রমণী
শ্রাবণের বৃষ্টির মতো অঝরে ঝরেছে
ললাটের নিচে থাকা দু’নয়ন
গ্রীষ্মের খরার মতো পিপাসিত হয়েছে
কম্পিত বাঁকা দুটি গোলাপী ঠোঁট
আগ্নেয়গিরির মতো দাউদাউ করে জ্বলেছে
সংগোপনে থাকা এই শূন্য হৃদয়
কৃষ্ণের মতো দেহ ক্ষত-বিক্ষত হয়েছে
প্রাণধারণের পরম আত্মা
আমার এই লাঞ্ছিত যাতনা বোধ করে—
আকাশ-বাতাস নিরবে রোদন করেছে
তবুও কিঞ্চিৎ উপলব্ধি করোনি
তুমি নামক— নির্দয় রমণী।
0 Comments