Advertisement

উন্মেষ

দৃশ্যবিবর্ধক ছায়ার শিহরণ | মাসুদ মুস্তাফিজ

masud_mustafiz_weeklyunmesh.com

দৃশ্যবিবর্ধক ছায়ার শিহরণ

আমি কী বিমুঢ় সময়ে বেঁচে আছি-
এলিন জোছনায় আমার রাস্তা পুড়ে যাচ্ছে বাতাস
আর মায়াজাল উঠে আসছে কতো কিছুর অনির্দিষ্ট ভয়ে
হায়রে দূরগামী প্রেমের শব্দজল!
তুমি আসো হৃদয়জ ঠিকানায়-শুধু স্মৃতি কাছে আসে না
এই চন্দ্রধরপুর শীতরাতে দু:খরঙ্গ চিত্রশালায়
পলকের তীব্র জলোচ্ছাস মায়াবি ছায়া হয়ে সরে যায়
দিগন্ত হারালাম-সাতবর্ণের স্বপ্নে আড়ালে অলক্ষপথে
ও মানুষ ও মানুষ মগ্নতার নীলরেখা অস্তিত্বের আলোক
আর শীলভদ্রের কল্লোলিত লিপিছেয়ে-
মানুষ এসেছে কোনো জটিল রহস্যের গতির শিহরণ থেকে!

শানুনামা

১.
আকাশ থেকে খসে পড়লো চাঁদতরু সেই চাঁদের অর্ধেক দায়িত্ব
তোমাকে দেব শানু!
তুমি কেবল শান্ত হাওয়ায় সান্ধ্য জানালাটি খোলো-
আমি জ্বালিয়ে দেব ধুলোমাখা বাংলা ছন্দের সবুজ মেঘের শ্রীজাতের আগুন!
ভুল করে গো তুমি আবার হাত ফসকে ফেলে দিও না স্বর্গাদপির নিষিদ্ধ মনফাগুন!

২.
শানু তোমার অশ্রুতে ভিজেছে বিশ্ববর্ষা-শ্রাবণ
শানু তোমার হাঁসিতে পুড়েছে লালফাগুন
জ্বালিয়ে দিলে হারিয়ে গ্যালো-সে আগুন
আজো পুড়ছে বৈশাখ জ্বলছে বর্ষা-জ্বলছে ফাগুন

মনে রাখতেই ভুলে যাই

যেতে হয় বোধের অসীম প্রহরে পরাণের সীমায়
যতিময় প্রাণের অ-প্রাণীয় সীমার দৃশ্যে
অসংখ্য আয়ুহীনতার বোধিগাছ নিজের অভিজ্ঞতা ভুলে চিনতে পারে না
জীবন ও সুখ একসাথে বেশিদিন বাঁচে না--
সালোকে নয় তবু সংশ্লেষে নয় দীর্ঘ ইজেলে

Post a Comment

0 Comments