Advertisement

উন্মেষ

ফিলিস্তিনে ইবলিস | শিশির আজম

shishir_azam_weeklyunmesh

হংকঙে বাড়িঘরগুলো উড়ে উড়ে বেড়ায়

রাতের বেলা
হংকঙে বাড়িঘরগুলো উড়ে উড়ে বেড়ায়
আর সেতু
আর ক্যাফে
আর মেট্রো স্টেশন
উড়ে উড়ে বেড়ায়
আর হংকঙে কারো কোন নাম নেই
তাই কেউ যখন কাউকে খোঁজে
নাম ছাড়াই খোঁজে
আমি ভেবে দেখেছি
নামের আসলে তেমন কাজ নেই
ভাবো
একটা নামের ভিতর আমরা কী পাই
কতোটা পাই

যে প্রশ্নের উত্তর শিক্ষক জানেন না

আমার একটা গ্রাম আছে
গ্রামের স্কুলে
ছোটছোট ছেলেমেয়েদের আমি পড়াই

আচ্ছা আমার গ্রামতো আমার দেশেরই অংশ
আর আমি অংশ আমার গ্রামের
মানে এমনটাইতো ওদের আমি পড়াই
আর আঁকা শেখাই

ছেলেমেয়েরা জিগ্যেস করে
আমাদের এই দেশটা কীসের অংশ

বলুন তো কী উত্তর দিই :
জাতিসংঘের
বিশ্বব্যাংকের
না কি হোয়াইট হাউসের

সুখ-দুঃখের গল্প

সারাক্ষণ আমরা নিজেদের দুঃখ নিয়ে থাকি
সারাক্ষণ
আমরা ভাবি অন্যরা কত সুখী

কেন আমরা আকাশের কাছে বসে থাকি
আকাশের কত কত তারা
ওদের ক'জনকে আমরা চিনি ক'জনের ঠোঁটে অঘ্রাণের ঘ্রাণ
পাওয়া যায়
অথবা আমরা কি জানি কার হাটুর ব্যথা
কার বুকের কাঁটার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ে

যখন আমাদের আর কোথাও কিছু থাকে না
না ট্রেন
না পিঁপড়ের সারি
তখন আমরা সমুদ্রের কাছে যাই
যদি পাই
একটু শান্তি একটু স্বস্তি
সমুদ্র কি বিশাল
আর তার বিপুল জলরাশিই পারে আমাদের দুঃখ ধুয়ে দিতে
কিন্তু এই বিশাল সমুদ্রে
কে ঢেলে দিয়েছে নুন
না কি এ অশ্রু
কার অশ্রু
কার দুঃখ বুকে নিয়ে সমুদ্র বেঁচে আছে আর বয়ে চলেছে
আজও

ফিলিস্তিনে ইবলিস


এ এমন এক দেশ
যা অদৃশ্য

ঘুমোতে যাও
আগামী রাত হয়তো আলাদা হবে

পাতাদের এই খসখসে রাস্তা
নির্জন সাপ
তোমার নিশ্বাস অনুকরণ করছে


শোনাও তোমার সন্তানদের
রুপকথা

অদূরে উপসাগরের শান্ত নকশা
জোরে হাঁট
জোরে হাঁট
আমাদের দিকেই চেয়ে রয়েছে
মৃতরা

Post a Comment

0 Comments