Advertisement

উন্মেষ

সমাজ পরিবর্তনের সাথে সাথে গল্পের ধারাও হয়তো বদলে গেছে : শাহনাজ মুন্নী

Shahnaz_Munni_weeklyunmesh.com

শাহনাজ মুন্নীর জন্ম-ফেব্রুয়ারি, ১৯৬৯ ঢাকায়। পেশাগত জীবনে একটি টেলিভিশন চ্যানেলে সাংবাদিকতা করছেন। জীবনসঙ্গী খ্যাতনামা কবি ড. সরকার আমিন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে- গল্পগ্রন্থ : জ্বিনের কন্যা  (১৯৯৭, মঙ্গলসন্ধ্যা), আমি আর আমিন যখন আজিমপুরে থাকতাম (২০০৩, মাওলা ব্রাদার্স), মাটির ট্রানজিস্টার (২০০৬, মাওলা ব্রাদার্স), বাদুর ও ব্র্যান্ডি (২০১০, এডর্ন প্রকাশনী), পিঁপড়ার আমেরিকা ভ্রমণ (ছোটদের গল্প, ২০০৯, শব্দপাঠ), রাত তেরটা (ছোটদের গল্প, ২০১০, ইতি প্রকাশন), ধূলির শয্যা (২০১১,  ধ্রুবপদ), নির্জনতার খাদ্য (২০১২, শব্দশিল্প), পান সুন্দরী (২০১৫, শব্দশিল্প)।
 
কাব্যগ্রন্থ : রুদ্ধশ্বাস বৈঠকের পর (১৯৯০, যৌথ, মঙ্গলসন্ধ্যা), ক্ষমঃগো শ্বেত দুগ্ধ (১৯৯২, মঙ্গলসন্ধ্যা), প্রেমের কবিতা, (১৯৯৮, যৌথ, অনন্যা), আমার নিজের এলাকা (২০০৩, মঙ্গলসন্ধ্যা), আত্মঘাতি সুখ (২০০৪,  মঙ্গলসন্ধ্যা)। উপন্যাস : ২২ আঙ্গুলের জীবন (২০০৯, শব্দশিল্প), তৃতীয় ঘণ্টা পড়ার আগেই (২০১০, এডর্ন প্রকাশনী), ইষ লিবে ডিষ (২০১৩, জয়তী), হৃদয় ঘরের বারান্দায় (২০১৫, প্রথমা)।

গবেষণাগ্রন্থ : নারী জাগরণ ও নজরুল সাহিত্যে নারী (১৯৯৭, নজরুল ইন্সটিটিউট), ব্রাহ্মণবাড়িয়ার মেয়েলী গীত (২০০৩, বাংলা একাডেমি)। প্রবন্ধ: রবীন্দ্রনাথ : শ্যামলী  (২০১২, মূর্ধণ্য), প্রীতিলতা ওয়াদ্দেদার (ছোটদের জীবনী গ্রন্থ, ২০১০, যুক্ত)।

গল্পচর্চা, গল্পপাঠ, সমকালীন বাংলা গল্পের গতিপ্রকৃতির বিষয়কে উপজীব্য করে বরেণ্য এ গল্পকারের সঙ্গে কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকী। সাক্ষাৎকার নিয়েছেন শফিক হাসান—

আপনার গল্প লেখার শুরু কখন, কীভাবে?
শাহনাজ মুন্নী : শুরুর কথা যদি বলতে হয়, তাহলে ছোটবেলার কথাই বলতে হবে। ক্লাস সেভেন বা এইটে পড়ার সময় সাহস করে একটা গল্প লিখে ফেলেছিলাম বলে মনে পড়ে। একজন মা-হারা কিশোরের মনোবেদনা নিয়ে লেখা গল্পটি কোথায়ও ছাপতে দিইনি। তখন কিছু গোয়েন্দা গল্পও লিখেছিলাম, সেগুলোও ছাপা হয়নি কোথায়ও। আসলে ওসবই হয়তো ছিলো হাত মকশো করা, লেখালেখির অনুশীলন। পরে কলেজে পড়ার সময় প্রথম গল্প ছাপা হয় কলেজ ম্যাগাজিনে।

গল্প লেখেন কেন?
শাহনাজ মুন্নী : কেন যে লিখি, জানি না। লিখে আনন্দ পাই, ভালো লাগে তাই লিখি- এটাই প্রাথমিক উত্তর।

কী ধরনের বিষয়বস্তু নিয়ে গল্প লিখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন?
শাহনাজ মুন্নী : নির্দিষ্ট কোনো বিষয়বন্তু নেই। যখন যা মনের মধ্যে আলোড়ন তৈরি করে তখন তা নিয়ে-ই লিখি।

পাঠকদের ওপর আপনার গল্পের প্রভাব কেমন?
শাহনাজ মুন্নী : এর উত্তর আমার ঠিক জানা নেই। পাঠকরাই জানেন।

গল্প লেখার সার্থকতা খুঁজে পান?
শাহনাজ মুন্নী : পাই। হঠাৎ করে কেউ যখন কোনো গল্প পড়ে তার ভালোলাগার কথা জানান, তখন মনে হয় সেটাই লেখার সার্থকতা।

প্রতিনিয়ত পরিবর্তনশীল সমাজে গল্প পাঠের প্রাসঙ্গিকতা কী?
শাহনাজ মুন্নী : মানুষ কি আর এত প্রাসঙ্গিকতা খুঁজে গল্প পাঠ করে? তবু আপনার প্রশ্নের উত্তরে বলি, গল্পের প্রতি মানুষের আগ্রহ চিরন্তন। সব মানুষেরই গল্প শোনার বা বলার প্রবণতা আছে। ছোট বাচ্চারা গল্প শুনে ঘুমাতে পছন্দ করে। বড় মানুষেরা গল্প বানাতে পছন্দ করে। আমরাও দাদি নানিদের মুখে গল্প শুনে শুনে বড় হয়েছি। সমাজ পরিবর্তনের সাথে সাথে গল্পের ধারাও হয়তো বদলে গেছে। কিন্তু গল্পের প্রতি মানুষের আকর্ষণ কমেনি।

একজন পাঠক আপনার গল্প পড়বে কেন?
শাহনাজ মুন্নী : এর উত্তরও আমি ঠিক দিতে পারবো না। কারো ইচ্ছা হলে পড়বে, না ইচ্ছে হলে নাই। গল্প যদি তাকে আকর্ষণ করে, যদি আমন্ত্রণ জানায় তবে পড়বে নাই বা কেন?

বাংলা সাহিত্যে গল্পের যে নতুন ধারা তৈরি হয়েছে, সে প্রেক্ষাপটে আপনার লিখন প্রস্তুতি কী রকম?
শাহনাজ মুন্নী : আমি গল্প লিখি ২০ বছরেরও বেশি সময় ধরে, সুতরাং নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। গল্পের চলমান ধারার সঙ্গেই আছি বলে মনে করি। যতদিন বেঁচে থাকবো বা যতদিন লিখবো ততদিন চেষ্টা করে যাবো আপ-টু-ডেট থাকার।

গল্পের ভবিষ্যৎ নিয়ে আপনি কতটুকু আশাবাদী?
শাহনাজ মুন্নী : গল্পের ভবিষ্যত নিয়ে আমি অনেক আশাবাদী। আমি মনে করি, যতদিন পৃথিবী থাকবে ততদিন গল্পও থাকবে।

বিশ্বসাহিত্যে বাংলা গল্পের অবস্থান কোথায়?
শাহনাজ মুন্নী : বাংলা সাহিত্যে বিশ্ব মানের গল্প আগেও লেখা হয়েছে। এখনো লেখা হচ্ছে। ফলে অবস্থানটি তো উপরের দিকেই থাকার কথা।

আপনার গল্প লেখার প্রেরণা কী?
শাহনাজ মুন্নী : মানুষ। মানুষের জীবনের সুখ-দুঃখ-লোভ-ক্রোধ-ঘৃণা-বেদনা-যন্ত্রণা-আনন্দ-পাওয়া-না পাওয়া সবই আমাকে লিখতে প্রেরণা যোগায়।

আপনার প্রথম গল্পগ্রন্থ প্রকাশের নেপথ্য গল্প কী?
শাহনাজ মুন্নী : আমার প্রথম গল্পগ্রন্থ জ্বিনের কন্যা। ১৯৯৮ সালে প্রথম প্রকাশিত হয়। মঙ্গলসন্ধ্যা বইটি প্রকাশ করে।

আপনার প্রিয় গল্পকার কারা, কেন প্রিয়?
শাহনাজ মুন্নী : অসংখ্য প্রিয় গল্পকার আছেন। তাই নাম উল্লেখ করলাম না।

Post a Comment

0 Comments