জীবন
অধরা মণির লোভে
যে নিয়েছে ঠোঁটে তুলে
সাপুড়ের বীণ,
তার কাছে জীবন আসলে কঠিন।
প্রদীপ নিভায়ে দিয়ে
কোথায় পালাল আলাদিন!
বেড়াতে গিয়ে সৈকতে
শখবশে কুড়িয়ে ঝিনুক,
যে পেয়েছে মুক্তার খোঁজ
তার কাছে জীবন আসলে সহজ।
মন খারাপ
সুহৃদ তুলসী পাতা, লেবু ফুল
বারান্দায় ঢুকে পড়া ঘ্রাণ,
নির্ভুল বাতাসে ঝরা আমলকি —
কেউই মানো বা না মানো,
নিশ্চয়ই কোথাও মানুষ
খুব কষ্টে আছে,
না হলে আজ আমার এত
মন খারাপ হবে কেন!
সম্পর্কের মিথ
যার সাথে যার মেলে,
তার সাথে তার দেখা হয়
কদাচিৎ!
যাই
তাহলে যাই—
বাগানে গানের সাথে ঘুরি,
হাওয়ার শুশ্রুষা নিই শিহরণজুড়ে।
ঢাল বেয়ে নামার আগে
ভাঁজ করে সাথে রাখি হাসি।
নির্বিরোধ পুষ্পল সে গাছের ছায়ায় গিয়ে বসি,
বসে থাকি।
1 Comments
ভালো লাগলো, কবিতাগুচ্ছ।
ReplyDelete