বিশ্বাস
এই যে প্রতিদিন মরে যাচ্ছি, তা-কি টের পাচ্ছো?
এই যে হাসছি, এই যে আঙুলে আঙুল রেখে হাঁটতে চাইছি,
এই যে দেয়ালে স্থির হয়ে আছে দিনপঞ্জি
তাতে কি সময় থমকে দাঁড়ালো?
চার বেহারা কাঁধে তুলে নিলেই মন হারিয়ে যায়?
যে ঘোরে, সে কি জন্মরোহিত? ফিরে আসবে?
বিশ্বাসই তো মিলিয়ে দেয় বস্তু, তর্ক নিয়ে যায় দূরে,
বহুদূরে, মিলিয়ে যাবার পরও।
***************
চোখ যে ছবি দেখে
চোখ যে ছবি দেখে তাকে ধরে রাখে মন
আলোকচিত্রী যাকে ধরে একান্ত
পত্র-পল্লবে; তাকেও
দৃশ্য ও দৃশ্যান্তরে হারিয়ে যেতে হয়।
শুধু মানুষেরই সকল ব্যর্থতার চিহ্ন
লাল-টকটকে সূর্যের রঙ,
অস্থিরতার হিমছটা, যাকে ভালোবাসি—মন থেকে
ছেঁকে তুলে আনা তার সোনালু
আকাঙ্ক্ষার স্থিরচিত্র—আশ্চর্যরকমভাবে
রয়ে যায়। গন্ধ বিলায় বনোফুল।
***************
কোথাও বৃষ্টি হইল না
উঠে দাঁড়াতে চাইছো, কান্না মুছে ফেলে
বিদ্যাভাসের মতো যথার্থই ঘুরে দাঁড়াতে চাইছো।
সেই চাওয়াকে দেখে হাঁপাচ্ছে কোকিলের নীড়ে
বেড়ে ওঠা কাকশিশু।
বাতাস কিছুটা স্থির, সকল উত্তেজনা, মনোবাঞ্ছা
উপড়ে উড়ে গেছে-শুধু পড়ে আছে সর্ন্তপনে
শেষাক্ত ঘটনা।
আমরা স্বচ্ছন্দে দেখলাম
সমস্ত অলৌকিক কাহিনী
সুলোচনা সুলোচনা বলিতে বলিতে
যেন আজ্ঞাপ্রাপ্ত, হারিয়ে গেল ঐশ্বর্য ও
বিস্তৃতি সহকারে।
কোথাও বৃষ্টি হইল না।
0 Comments