Advertisement

উন্মেষ

সালাহ উদ্দিন মাহমুদের একগুচ্ছ কবিতা

salah uddin weeklyunmesh.com

১.
যে দেহে প্রেম নেই;
সে দেহ কেবলই মমি,
বাহিরে সজল হলেও
হৃদয় তার মরুভূমি।

যে দেহে প্রেম নেই;
সে দেহ শুধুই কঙ্কাল,
এক পিঠে প্রতারণা
অন্য পিঠে গ্রহণকাল।

২.
চশমা কিনতে গেলাম; দেখি
সবকিছু কেমন অন্ধ মনে হয়—
ভাবি, যে চোখে আলো নেই
তাকে ঢেকে রাখার কী দরকার?
প্রিয়তমা আমার, আমাকে কিনে দিয়ো
কালো চশমা অথবা সাদা চোখ...

৩.
আঁচলে বান্ধিয়া রাখিও যৌবন; যেন
উড়িয়া না যায়—অন্য বাড়ির আঙিনায়।
কী দিয়া ফিরাইবা তারে আপনার নীড়ে,
যদি কেউ লুফিয়া নেয় অগোচরে।

৪.
তোমার মনে বান্ধা পড়িয়াছে মন,
আমার তরে তারে রাখিও যতন।
রূপের আগুনে পরান পুড়িয়া ছাই,
তুমি ছাড়া জগতে আর কেউ নাই।

৫.
আমাদের কোনো প্রহরী নেই
নেই কোনো সুরম্য প্রাসাদ;
তবুও আমরা ভালো থাকি
আমাদের ভালোবাসার রাজ্যে।

৬.
প্রতিবাদের ভাষা কেন বিশ্রী-জঘন্য;
স্লোগান কেন এত অশ্লীল,
অপমান করে পায় কেন এত সুখ?
পৃথিবী তোমার সর্বাঙ্গে এতই অসুখ।

Post a Comment

0 Comments