Advertisement

উন্মেষ

মৃত মায়া ও অন্যান্য কবিতা

weeklyunmesh.com

শৈল্পিক হুমায়ূন

খুকির টেলিফোন

টেলিফোন বাজে ক্রিং ক্রিং
খুকি নাচে ধিং ধিং
সাথে নাচে স্প্রিং
এদিক ওদিক তিড়িং বিড়িং।

স্প্রিং বলে ধর ওটা
বাজছে শুধু ক্রিং ক্রিং
গেল কেটে লাইনটা
তাক ধিনা ধিং ধিং।

ঘন্টি বাজে টিং টিং
খুকি খাবে আইসক্রিম
এমন সময় এল রিং
ধরল ফোন রিমঝিম।

নাচে খুকি নাচে ফড়িং
এতটুকু নয় বোরিং
মৌ নাচে এচিং বিচিং
সাথে নাচে স্প্রিং।

খুকির নাচ সাঙ্গ হলো
এবার বাবা করল কলিং
যাবার সময় দেখল খুকি
কুকুরের মাথায় একটা শিং

বলতে পার কেন বাবা
কুকুরের মাথায় একটা শিং?
চোখে তুমি দেখ ভুল
দেখছি আমি ইদানিং।

শোন বাবা মন দিয়ে
টেলিফোন বাজে ক্রিং ক্রিং;
কানেও তুমি ভুল শোন
দেখছি আমি ইদানিং।

***************

জীবনের এপার ওপার

মাতৃগর্ভে আঁধারে বাস
তারপর জন্ম আনান্দ উচ্ছাস।

আরাম্ভ ঘোর জীবন যাপন
ভুবনে কে পর কে আপন?

তবু জীবন চলে নিশী পথ
বয়স চলে অজানা রথ।

বয়স বাড়িলে জীবন নিমজ্জন
আঁধার দেবে হাতছানি সর্বক্ষণ।

বয়সের কাজ বয়সেই হয়
চলে গেলে সময় নাহি রয়।

আলোর খোঁজে জীবন অবশান
কর্মে অমর মানুষ মহিয়ান।

মহাকালে হারিয়ে যায় মৃত
কৃর্তীমান করে বিশ্বোপকৃত।

আঁধার ঘরে সবার সমাধী
যত মুমিন অপরাধী।

তারপর! আঁধারে বাঁধিব ঘর
মাটির ছাউনী মাথার উপর!

আঁধার ঘরে দিব জবাব
পাই পাই পূণ-পাপ।

পাপী পাবে অনন্ত সাজা
মুমিন সাজাবে সুখ সজ্জা।

***************

মৃত মায়া

আজ থেকে আর তোমার সাথে আগের মত দুষ্টামি করা হবে না।
স্নেহ চোখে তাকানো হবে না।
এক সাথে লাঞ্চ হবে না।
এক সাথে বাড়ি ফেরা হবে না।
তোমার জন্য অপেক্ষা করাও হবে না।

যদিও এতে তোমার কিছুই যায় আসে না।
আগের মত সব কিছু চলবে।
শুধু তোমার প্রতি আমার মায়ার মৃত্যু ঘটবে;
তুমি জানবেও না। কেউ জানবে না।

আমি তোমায় কি সুনিপুণভাবে এড়িয়ে যাবো,
তুমি বুঝতেও পারবে না। তুমি ভাববে আমি ঠিক আছি।
হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু ভেতর থেকে কেউ একজন মারা গিয়েছে,
সেটা হচ্ছে মায়া।

এখন থেকে সবার সাথে যেমন, তুমি এর ব্যতিক্রম হবে নও।

একটু আলাদাভাবে তোমাকে আর দেখা হবে না
ভাংতি টাকা আর তোমার কাছ থেকে নেওয়া হবে না।
ফেরত দেওয়ার বাহানায় তোমার সাথে কথা হবে না।
ঘন ঘন ছবি তুলে এডিট করে দেওয়া হবে না।
এতে তোমার কিছু যায় আসে না জানি।
সময় আগের মতই চলে যাবে,
শুধু মাঝখান থেকে একটি মায়ার মৃত্যু।
কার কি তাতে?
কখন কোন তারা ঝড়ে গেল আকাশ কি তা মনে রাখে?

Post a Comment

0 Comments