নিরাপদ বুক
শুধু তুমিই চলে যাওনি
নিয়ে গেছো, তুলসি পাতার সকাল।
জারুল দুপুর
কাটতারের বিকেল, নীলচে সন্ধ্যা।
দিয়ে গেলে কোটি বছরের এক একেকটা রাত..
জানো, আমার রাত ফুরোয় না।
আয়ুকালও এত দীর্ঘ হয়েছে,
আমার না মন ভালো হয় না।
চোখ থেকে আষাঢ় সরে না..।
শুধু তুমিই চলে যাওনি,
নিয়ে গেলে শব্দ, সুর, স্বপ্ন
মস্তিষ্ক শব্দ খুঁজে..
ঠোঁট খুঁজে কথা।
জানো, তুমি নেই
আর আমার ব্যথাও ফুরায় না।
তুমি চলে যাওয়ার পর
একটা কবিতারও আর জন্ম হয়নি।
নিম গাছেও আর ফুল ফোটেনি
সময় অসময়ে বেলকুনিতে পাখি এসেও গান ধরেনি।
জানো, তুমি নেই
আমার অসুখ সাড়ে না
কপাল থেকে দুঃখ মুছে না।
শুধু তুমিই চলে যাওনি
নিয়ে গেলে
হাসি, বাঁশি, বটের ছায়া।
জানো, তুমি নেই
আশ্রয় নেয়ার মতো আমার কোনো নিরাপদ বুক নেই।
তোমায়
তোমায় পেলে সব হতো,
অন্তত প্রেমে-স্পর্শে বেঁচে থাকতাম।
অভাবতো প্রত্যেকের থাকে,
আমাদের সংসারের অভাব টুকু না হয় কবিতা শুষে নিতো।
পাখির মতো ক্লান্ত হয়ে হিজল ডালে বসে
ঠোঁট খেয়ে কেটে যেতো অমানিশার ঘোর।
তোমায় পেলে আস্ত একটা পৃথিবী পেতাম,
স্লো বাতাসের নৃত্যে আমরা থাকতাম বুক লাঙ্গলে।
সব বেলা সুখ খাবো অতো ক্ষুধার্ত আমরা কেউই না,
পাহাড়ের সব ব্যথা কুড়িয়ে বেলি ফুলের সাথে বিয়ে দিতাম।
প্রেমের সুভাষ প্রসবের মতো বেদনার হলেও বিশাল প্রাপ্তি পরক্ষনেই।
তোমার বুক ঝাউ বনে ঘাপটি মেরে বসে থাকতাম, অমন প্রেম আর কোথায় পাবে?
তোমায় পেলে যুদ্ধে যেতে রাজি,
এতে যদি ধ্বংস হই আমি কিংবা পৃথিবী তখন তুমিও ধ্বংস হয়ে যেও।
ধ্বংসের পরে পাখিরা যেখানটায় থাকে আমরাও সেখানে থাকবো নিরাপদ আশ্রয়ে।
তখন ঝড় এলে আমরা উড়ে দেখে আসবো আমাদের পাহাড়-বেলির সংসার।
আমাদের যুদ্ধ লিপিবদ্ধ থাকবে সেখানেই,
শুদ্ধ প্রেমই পড়তে পারবে আমাদের প্রেমজয় উপন্যাস।
তোমায় পেলে, ওগো তোমায় পেলে...
আমি হতাম সমুদ্রের জল,
যেখানে তুমি ডুবে বুদ হয়ে থাকতে আমিময় নেশায়।
এমন প্রেম কোথায় পাবে?
সন্ধ্যা ছুঁই চলো?
তারপর উড়ে যাবো যতটুকু যাওয়া যায়।
শহর
তোমাকে একটা শহর দিবো বলে,
মাথানত করেছি নিজের শহরের কাছে
যুদ্ধের প্রলোভন দেখিয়ে আমাকে নিতে পারেনি বিধ্বস্ত অন্য শহরে!
তোমাকে একটা শহর দিবো বলে,
মৃত্তিকার দায় মাথায় নিয়ে
আমি শঙ্খচীলের মতো উড়ে উড়ে বীজ বপন করেছি সবুজ শুভারম্ভের!
তোমাকে নিরাপদ আশ্রয় দিবো বলে আমি কঠিন থেকে কঠিনতর হয়ে,
নিজের বুক চিরে মস্ত একটি চিতা বানিয়েছি!
আমি পুড়ে পুড়ে তোমাকে সবুজ রাখার চেষ্টায় কাটিয়ে দিয়েছি এক জনম।
তোমাকে একটি শহর দিবো বলে,
শুক্রাণু এবং মাতৃগর্ভের দায় ভুলে আমি উন্মাদনায় ডুবে ডুবে
রগসূতোর তাসবিহ জপে যাবো- তোমাকে শহর দিবো বলে!
0 Comments