দরপতন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মতো
আজকাল শুধু মানুষের দাম বাড়ে না
দাম কমে জীবনের কিংবা সময়ের
শেয়ার বাজারের মতো দরপতন হয় সম্পর্কের।
জমিদারী প্রথা এখনো আছে
কিন্তু কুমুদিনী হাজং এখন খুব দুর্বল
এখন আর সমাজে টংক প্রথা নেই
এখন যা দিই,মুখ বুজে নির্দিধায়।
রাত পোহালেই বাজারে আগুন লাগে
তেলে,ডালে-জলে জঞ্জালে আগুন
শুনেছি ওপাড়ায় যুদ্ধ লেগেছে-তাই
শুধু মানুষের দরপতন দেখি,মুখবুজে সহ্য করি।
জ্বালানীর দাম বাড়ে বাড়ুক
গ্যাস,বিদ্যুতের দাম বাড়ে বাড়ুক
মধ্যবিত্ত মন নিয়ে মানুষ একবেলা খায়,খাক
তাতে কী? আমি এখন মানুষের দরপতন দেখি!
মৃতদের কোনও স্বপ্ন থাকেনাআমার দুই হাত,দুই চোখ
কতোটুকু আর ধরে রাখে সুখ
বুকের ভেতর হিমালয় বরফ
বাকি সবই যেনো অদ্ভুত।
আমার কান আজকাল শুনেনা
আমার চোখ আজকাল দেখেনা
বোধ সুবোধের কথা নাইবা বললাম
এত অস্থির কেন বলো! আমি তো চললাম।
কেউ চলে যাওয়ার পরেও
কোনও পথ থেমে থাকেনা
যদিও কোনও কোনও জীবন
নদীর গতিপথের মতোই থেমে যায়।
কেউ কেউ মরার আগেই মরে যায়
যারা মরে মরে বেঁচে থাকে
মৃত নদীর মতো শুধু চাষ বাস হয়
জোয়ার ভাটার পরোরা তারা করেনা।
আমিও না হয় মৃত নদীর মতোই বেঁচে আছি
মৃতদের মতোই স্বপ্নহীন মানুষ আমি
আমাকে নিয়ে আর যাই হোক
স্বপ্ন চর্চা হয় না, হবেও না কোনোদিন।
চিতা কোনো কোনো সংসার যেনো
সোনায় মোড়ানো চিতা
কারাগারের মতো বসবাস করে
বুঝেনা জীবন কী-তা।
0 Comments