জোৎস্নার রঙ কালোরোদেলা বিকালে হাসছ না তুমি,
মেঘ জমে আকাশ হয়েছে কালো
জেকেই বলছি, তুমিই তো ভালো।
রাত নেমেছে,
নির্লজ্জের মতো হাসছে চাঁদ,
কিন্তু মনের গহীনে-
এক টুকরো কালো বাঁধ।
কালো কি আর কোনো রঙ?
এ তো শুধু কোনো রঙের অনুপস্থিতি মাত্র
যেমন জোৎস্নার মতো উজ্জ্বল তোমার বদন
না দেখে 'জোৎস্নার রঙ কালো' বলছি এখন।
বন্ধুত্বআমার পথ এখন নির্জন,
নেই কোনো জনমানব।
শুনি না কারও পায়ের আওয়াজ,
কিংবা পাতা ঝরার আভাস,
দৃষ্টিতে আসে না কারও পায়ের ধুলো।
সবই নিস্তব্ধ;
তবুও জীবন চলছে অবিরাম,
থামছে না কভু।
তোমার স্মৃতিতে ব্যকুল হয়েও,
পারি না তোমায় দেখতে,
ঝাপসা ফটো আছে চোখের ফ্রেমে।
ভালো থাকো, বেঁচে থাকো,
বন্ধুত্ব প্রাণবন্ত রাখো।
ভালোবেসে আগলে রাখো,
হৃদ মাঝে চির সবুজ থাকো।
তোমার জন্য একটি বিকেলএকটি বিকাল ছিল
তুমি বিহীন শুকনো পাতার মড়মড়ে শব্দের।
যে বিকালটি ছিল
রোদেলা, তোমার পূর্ণ অভিমানের।
একটি বিকাল ছিল
তোমাকে দেখার আকুল আগ্রহের;
তোমার সাথে আড্ডা দেওয়ার অভিলাষের
সেই বিকাল ছিল
নদীর পাড়ে তোমার শূন্যতার
যা তোমায় জানানো হয় নি কখনো মুঠোফোনে!
একটি বিকাল হোক
তোমার আর আমার গল্প করার
সেই বিকাল আসুক-
সাফল্য আর সম্ভাবনা নিয়ে ফের।
0 Comments