তোমার সংজ্ঞা
তোমার সংজ্ঞা কিভাবে দেবো?
তোমায় পড়তে গেলেয় হয়ে যাই এলোমেলো।
তুমি, ঈশ্বর সৃষ্ট আমার আঁখির প্রদীপ,
তোমার সৌন্দর্য ব্যাখ্যায় আমি হই নির্বোধ।
তুমি, নিজেকে হারানো আমিকে শোনাও আশার বাণী,
তাই তোমার গুণকীর্তে আমি যথেষ্ট নই
তুমি, বেঁচে থাকতে অপরিহার্য আমার ইনহেলার
প্রিয়তম তোমার প্রতি কৃতজ্ঞতা জানাই
তুমি, পূর্ণিমা রাতে একা রাস্তায় চন্দ্র হয়ে আসো,
তাই নির্ভিক পথিক হয়ে আমি ছুটে বেড়ায়
তুমি, আমার বিচারবিহীন সকল আবদার মেটাও,
কোমল মনের নারী স্বত্বায় তাই তুমি শেষ্ঠ জানি।
তুমি,আমার সকল ভালো থাকায় করো আত্মত্যাগ,
তোমার তুলনা তুমিই প্রিয় দ্বিতীয় কেউ নয়।
ভালোবাসা
প্রেয়সী.!
ভালোবাসা বড্ড ভারী।
অধিকাংশই এর ভাড় সইতে পারেনা।
ভালোবাসা পাখির ন্যায় দুরন্ত,
পোষ মানাতে বেশ বেগ পেতে হয়।
ভালোবাসা সামুদ্রিক ঢেউয়ের ন্যায় চলন্ত,
ক্ষণে ক্ষণে এসে হৃদয়ে উষ্ণতা ছড়ায়।
আবার ভয়েরও জন্ম দেয়।
ভালোবাসা কালবৈশাখি ঝড়, কালো মেঘ জমে আসে।
আশাগুলোকে দুমরে মুচড়ে দেয় নিমিষেই।
ভালোবাসা তেতো নিম পাতার ন্যায়,
বিশ্বাসের সাথে চোখ বন্ধ করে হজম করতে হয়।
ভালো সমাধানের প্রত্যাশায়।
ভালোবাসা লাটাই যুক্ত ঘুড়ি,
অসিম আকাশে মুক্ত বাতাসে উড়ে বেড়ায়।
রাখলে ধরে ফিরে আসে অন্যথা হারিয়ে যায়।
তুমি
সোনালি রোদ্দুর নতুন ভোর
তোমাকে চাওয়াতে আমি বিভোর
শেষ বিকেলের গোধুলি বেলায়
অন্ধকারে আলো তোমার রূপধারায়
জানি তোমাতেই সব সুখ,
নয় সাগর হিমালয়।
তুমি অপরূপ সুন্দর আমার মৃত্তিকায়।
পুস্প কোমল তোমার ঠোঁটে
শুভ্র ছড়াও কালো কেশে
নয়ন জুড়ে মায়ার জাল
নূপুর পায়ে জুড়াও হৃদয়
তুমি আমার স্বপ্ন রাণী,
যেথায় তৃষ্ণা মিটায়।
ভালোবাসার রঙিন শহর তোমাতেই রাঙাই।
যেমন করে আমার হয়ে
আসলে তুমি এই জনমে
তেমনি করে আমায় তুমি
পরজন্মে রেখো তোমার করে
তোমার ছোঁয়ায় হারায় মন
অসিম প্রাপ্তির তৃপ্ততায়
তোমার আমিটা কার কেউ নয়,
তোমার হয়েই থাকতে চায়।
0 Comments