Advertisement

উন্মেষ

এবারের বইমেলায় অনেক বেশি পাঠক এসেছে: মনিকা জাহান


মনিকা জাহান চৌধুরী তরুণ একজন কথাসাহিত্যিক। তিনি ৯ই জুলাই দিনাজপুরের নবাবগঞ্জ থানার পলাশবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। স্নাতকে অধ্যয়নরত এ তরুণ লেখক পড়ালেখার পাশাপাশি বিভিন্ন পত্রিকা এবং অনলাইন পোর্টালে লেখালেখি করেন।

২০২০ এর বইমেলায় তার প্রথম গল্পগ্রন্থ 'প্রতিশ্রুতি' প্রকাশিত হয়। এরপর ২০২১ এ প্রথম উপন্যাস 'এক পেয়ালা জীবন', ২০২২ এ 'একজন নিকৃষ্টতমা' উপন্যাসটি ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়।

বইমেলা ও লেখালেখি নিয়ে মনিকা জাহান কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত-

পাঠকদের জন্য বইমেলায় আপনার কি কি বই থাকছে?

মনিকা জাহান: এবারের বইমেলায় আমার ২টি বই পাওয়া যাবে এশিয়া পাবলিকেশন্স এর স্টলে। সেইসাথে অনলাইন পরিবেশক হিসেবে কাজ করছে রকমারি ডট কম। বই দুটি হচ্ছে গত বইমেলার বই ‘একজন নিকৃষ্টতমা’ ও এবারের বইমেলার বই ‘রুদ্রাক্ষর’।

বইমেলায় কি গিয়েছেন? বইমেলার পরিবেশ কেমন লাগছে?

মনিকা জাহান: হ্যাঁ আমি কয়েকবার বইমেলায় গিয়েছি। বইমেলার পরিবেশ অনেক ভালো লাগছে। অনেকদিন পর মেলা উন্মুক্ত হওয়ায় মানুষের সমাগম অনেক বেশি। এই ব্যাপারটা আসলেই অনেক বেশি আনন্দের।

বইমেলা থেকে কী ধরনের বই সংগ্রহ করলেন এবার?

মনিকা জাহান: আমি কমবেশি সব ধরনের বই পড়ি। তবে সংগ্রহে থ্রিলার ও উপন্যাস বেশি। বেশ কিছু কাব্যগ্রন্থও সংগ্রহ করেছি। তবে আমার উপন্যাসের প্রতিই আগ্রহ বেশি।

আগের বইমেলা থেকে কি কোনো পার্থক্য লক্ষ্য করেছেন?

মনিকা জাহান: হ্যাঁ অনেক বেশিই পার্থক্য আছে। এবারের বইমেলায় স্টলবিন্যাস খানিকটা এলোমেলো মনে হয়েছে। তবে বিজ্ঞ ব্যক্তিরা যেহেতু স্টল বিন্যাস করেন সেহেতু আমি তাদেরকে সমর্থন করি। তবে একটা ব্যাপার অনেক বেশি আনন্দের সাথে বলতে চাই এবারের বইমেলায় আমি মনে করি অনেক বেশি পাঠক এসেছে।

বইমেলায় আগত পাঠকদের উদ্দেশ্যে কী বলতে চান?

মনিকা জাহান: পাঠকদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি একটা করেও বই সংগ্রহ করেন আমি মনে করি স্টলগুলো শূন্য হয়ে যাবে। আর তাই বেশি বেশি বই সংগ্রহ করুন। সম্ভব হলে আমার বইগুলো ছুয়ে যাবেন। আর বই পড়ুন অন্যকে বই পড়তে উৎসাহিত করুন। বইয়ের মতো পরম বন্ধু এই জাগতিক পৃথিবীতে একটিও নেই।

 

Post a Comment

0 Comments