Advertisement

উন্মেষ

বইমেলার পরিবেশ অনেকটা ঈদের মতো: ফরিদুল ইসলাম নির্জন


 

বর্তমান সময়ের জনপ্রিয় কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জন। ১০ অক্টোবর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জন্মগ্রহণ করেন। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সরকারি বাঙলা কলেজ থেকে শেষ করেন। বর্তমানে আইসিএমবি তে সিএমএ কোর্সে অধ্যয়নরত।

বর্তমানে সমকাল সুহৃদ সমাবেশ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দৈনিক সমকাল এর পাঠক সংগঠন সমকাল সুহৃদ সমাবেশ বগুড়া জেলা সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় দেশের সেরা সংগঠন পুরস্কার-২০১১ তে পান। তাঁর প্রকাশিত পাঁচটি গ্রন্থ শিশু-কিশোর গল্পগন্থ 'স্কুল মাঠে ভূতের মেলা' (২০১৬), দেশ পাবলিকেশন্স। উপন্যাস 'আজো খুঁজি তারে', (২০১৭) জাগৃতি প্রকাশনী। রম্য গল্পের বই 'প্রেমের নাম হাসপাতাল', (২০১৮) দেশ পাবলিকেশন্স। উপন্যাস 'আশ্রয়', (২০১৯) জাগৃতি প্রকাশনী। উপন্যাস 'আপনজন', (২০২০), ঘাসফুল প্রকাশনী।

বইমেলা ও লেখালেখি নিয়ে ফরিদুল ইসলাম নির্জন কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত-

উন্মেষ সাহিত্য সাময়িকী: পাঠকদের জন্য বইমেলায় আপনার কী কী বই থাকছে?

ফরিদুল ইসলাম নির্জন: আমার প্রকাশিত পাঁচটি গ্রন্থ পাওয়া যাবে। উপন্যাস 'আজো খুঁজি তারে' ও 'আশ্রয়' জাগৃতি প্রকাশনী, স্টল নম্বর- ৪৮০-৪৮২। শিশু-কিশোর গল্পগ্রন্থ 'স্কুল মাঠে ভূতের মেলা' ও রম্য গল্পের বই 'প্রেমের নাম হাসপাতাল' দেশ পাবলিকেশন্স। স্টল নম্বর-৪১৭-৪১৯। উপন্যাস 'আপনজন', ঘাসফুল প্রকাশনী। স্টল নম্বর-১৭০-১৭১।

উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলায় কি গিয়েছেন? বইমেলার পরিবেশ কেমন লাগছে?

ফরিদুল ইসলাম নির্জন: বইমেলায় প্রায় প্রতিদিন যাওয়া হয়। অসুস্থ বা জরুরি কোনো কাজ না থাকলে যাই না। বইমেলার পরিবেশ অনেকটা ঈদের মতো। সবাই যেনো নীড়ে ফিরেছে। চারদিকে লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলা। যাদের সাথে দীর্ঘদিন দেখা নেই। বহুদিন পর বইমেলার জন্য তাদের সাথে দেখা হয়। এটা অন্যরকম ভালো লাগা।

উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলা থেকে কী ধরনের বই সংগ্রহ করলেন এবার?

ফরিদুল ইসলাম নির্জন: আমি বেশিরভাগ বই সংগ্রহ করি বইমেলার শেষের দিকে। বেশিরভাগ উপন্যাসের বই কিনতে স্বাচ্ছন্দবোধ করি। তবে গল্প বা কবিতার বই কিনি। সেটা তুলনামূলক কম।

উন্মেষ সাহিত্য সাময়িকী: এবারের বইমেলায় আগের বইমেলা থেকে কি কোনো পার্থক্য রয়েছে? থাকলে তা কি?

ফরিদুল ইসলাম নির্জন: এবারের বইমেলা শুরু থেকেই জমে উঠেছে। যা আগে কমই দেখেছি। এটা একটা ভালো লাগার দিক। তেমন পার্থক্য আমি এখনো দেখিনি।

উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলায় আগত পাঠকদের উদ্দেশ্যে কী বলতে চান?

ফরিদুল ইসলাম নির্জন: বই মানুষকে মেধার বিকাশ ঘটায়। বইমেলায় প্রবেশ করতে কোনো টাকা লাগে না। তাই সবাই বইমেলায় দলবেঁধে আসুন। নতুন বই দেখুন। যার বই ভালো লাগে তাঁর বই কিনুন।

Post a Comment

0 Comments