Advertisement

উন্মেষ

আপনার সন্তানদের বইমেলায় ঘুরতে নিয়ে যান: ইমরান মাহফুজ


ইমরান মাহফুজ একাধারে কবি, সাংবাদিক গবেষক। তিনি ১৯৯০ সালের ১০ অক্টোবর কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করেন। একাডেমিক পড়াশোনা উদ্ভিদবিদ্যায়।

ইমরান মাহফুজের লেখালেখির শুরু ২০০৫ সাল থেকে। তার প্রকাশিত গ্রন্থবাজে হুমায়ূন, কালান্তরের অভিযাত্রী, কায়দা করে বেঁচে থাকো, আজ আগামীকাল, দীর্ঘস্থায়ী শোকসভা, দ্য ইকুয়েশন অব লাইফ, মুক্তিযুদ্ধের অজানা অধ্যায়, জীবনশিল্পী আবুল মনসুর আহমদ, লালব্রিজ গণহত্যা, আবুল মনসুর আহমদ স্মারকগ্রন্থ, কষ্টের ফেরিওয়ালা: হেলাল হাফিজ।

কাজ করেন ইংরেজি দৈনিক দ্যা ডেইলি স্টারে। সম্পাদনা করেন কালের ধ্বনি। তার সম্পাদিত গবেষণা গ্রন্থ বিশ্ববিদ্যালয়ে অনার্স, মার্স্টাস এমফিলে সহায়ক গ্রন্থ হিসেবে ব্যবহার হচ্ছে বছর ধরে।

বইমেলা লেখালেখি নিয়ে ইমরান মাহফুজ কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত-

পাঠকদের জন্য বইমেলায় আপনার কি কি বই থাকছে?

ইমরান মাহফুজ: এবারের বইমেলায় আমার দুটি বই থাকছে পাঠকদের জন্য। একটি ঐতিহ্য প্রকাশনী থেকে এসেছে, কবিতার বই মুখোশপরা পাঠশালা। আরেকটি ডেইলি স্টারের পরিবেশনায় শতবছরের সংগ্রামে একাত্তরের আলমডাঙ্গা।

বইমেলায় কি গিয়েছেন? বইমেলার পরিবেশ কেমন লাগছে?

ইমরান মাহফুজ: বইমেলায় গিয়েছি। স্পেস বাড়ায় বইমেলার পরিবেশ ভালো লেগেছে। স্টলগুলো অনেক সুন্দর করে সাজিয়েছে কিন্তু অভিযোগ হচ্ছে স্টলের বিন্যাস নিয়ে, ম্যাপ নিয়ে। ঢুকার সময় একটা ম্যাপ থাকলে বেশি সুবিধা হতো। ধুলাবালির বিষয়েও খেয়াল করলে ভালো লাগতো। প্রকাশিত বইয়ে ভুল দেখা যাচ্ছে, সম্পাদনা কম হচ্ছে। ত্রুটিমুক্ত বই দেখতে পেলে ভালো লাগতো।

বইমেলা থেকে কী ধরনের বই সংগ্রহ করলেন এবার?

ইমরান মাহফুজ: বইমেলায় আমি সব সময় প্রবন্ধ বিষয়ক বই বেশি সংগ্রহ করি। আত্মজীবনী, প্রবন্ধ, নিবন্ধ, কবিতা এই বিষয়গুলো বেশি ফোকাস করি। গল্প, উপন্যাস কিনলেও এগুলোর বিষয়ে আগ্রহ একটু কম।

আগের বইমেলা থেকে কি কোনো পার্থক্য লক্ষ্য করেছেন?

ইমরান মাহফুজ: গতবারের থেকে এবারের বইমেলার পার্থ্যক হচ্ছে, আগের বইমেলা হইছে কোভিডের সময়। তখন বারবার মাস্ক পড়ার কথা বলতো, এবার তা আর বলছে না। কিন্তু এবার মাস্ক পরার কথা বলা উচিত ছিলো। তাহলে তা আমাদের জন্যও ভালো হতো। তবে আগের বইমেলায় উৎকণ্ঠা ছিলো, এবার আনন্দ অনেক বেশি আছে।

বইমেলায় আগত পাঠকদের উদ্দেশ্যে কী বলতে চান?

ইমরান মাহফুজ: আগত পাঠকদের উদ্যেশ্যে বলতে চাই, যারা বইমেলায় আসেন কমপক্ষে একটা করে হলেও বই কিনবেন। বই না কিনলেও বই উলটে পালটে দেখুন। স্টলকর্মীদের সাথে কথা বলুন, কোন বইটা পড়তে চান তা মিলিয়ে দেখুন। আরেকটা কথা হচ্ছে, সাধারণ অবিভাবকদের উদ্যেশ্যে বলতে চাই, সন্তানদের বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান। বইমেলাও একটি ঘুরার জয়োগা, আপনার সন্তানদের বইমেলায় ঘুরতে নিয়ে যান।

 

Post a Comment

0 Comments