Advertisement

উন্মেষ

একুশের বইমেলা মানে নিজেকে চেনার একটি জায়গা: মোহাম্মদ জসিম উদ্দিন

মোহাম্মদ জসিম উদ্দিন বিভিন্ন দৈনিক পত্রিকা ম্যাগাজিনে বাংলা ইংরেজিতে নিয়মিতভাবে লেখালেখি করেন। তার বহু একাডেমিক গবেষণাপত্র বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি নিয়মিতভাবে ইংরেজি সাহিত্য সাহিত্যতত্ত্ব অনুবাদ করেন। তার লেখালেখির বিষয় হলো- উত্তর উপনিবেশবাদ, উত্তর আধুনিকতাবাদ, নারীবাদ, ফোকলোরসহ আধুনিক সাহিত্য তত্ত্ব।

লেখালেখির স্বীকৃতি স্বরূপ নানা সময়ে নানা সম্মাননা পেয়েছন মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন।

এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে মোহাম্মদ জসিম উদ্দিন এর বই- 'বাংলা সাহিত্যে উত্তর-উপনিবেশবাদ' লেখালেখি, বইমেলা এবং প্রাসঙ্গিক বিষয়ে মোহাম্মদ জসিম উদ্দিন কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে৷ সাক্ষাৎকার নিয়েছেন তানজিদ শুভ্র-

মেলায় প্রকাশিত আপনার বইটি সম্পর্কে জানতে চাই?

মোহাম্মদ জসিম উদ্দিন: ধন্যবাদ, বইটি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম তেরজন লেখকের গল্প, কবিতা উপন্যাসের মধ্যে কিভাবে উপনিবেশবাদ উপনিবেশবাদ বিরোধী চিন্তা বা দর্শন এবং নারীবাদ অভ্যন্তরীণ শোষণের চিত্রকে উত্তর-উপনিবেশবাদী তত্ত্ব দিয়ে মূল্যায়ন করা হয়েছে। এক কথায় বললে মূল্যায়নের নতুন চিন্তা দৃষ্টিভঙ্গি রয়েছে বইটিতে।

বইটির পেছনের গল্প যদি বলতেন। কতদিন সময় লেগেছে বইটি লিখতে?

মোহাম্মদ জসিম উদ্দিন: বইটির পেছনের গল্প বলতে সারা বিশ্বে পুঁজিবাদীরা যেভাবে আধুনিকতার  বিশ্বায়নের নামে মানুষকে শোষণ নির্যাতন করে চলেছে তা দেখে সব সময় কষ্ট অনুভব করি এবং এর প্রকৃত চিত্র বুঝার জন্য উত্তর-উপনিবেশবাদ তত্ত্ব পড়ার মাধ্যমে আমাদের সাহিত্যিকদের চিন্তার বাঁক বুঝার চেষ্টা করি বহুদিন ধরে। এর ফসল বইটি যা লিখতে বেশ কয়েক বছর সময় লেগেছে।


 পাঠকের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন?

মোহাম্মদ জসিম উদ্দিন: পাঠকের কাছে সাড়া বেশ পুলকিত হওয়ার মত। বিশেষ করে সচেতন এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের কাছে এর আবেদন বেশি।

এবারের মেলা কেমন উপভোগ করছেন?

মোহাম্মদ জসিম উদ্দিন: বেশ ভালোভাবে উপভোগ করছি। প্রথমত: আমার নিজের বইটি মানুষজনকে বেশ আকৃষ্ট করছে বলে। এবং দ্বিতীয়ত: একুশের বই মেলা মানে নিজেকে চেনার একটি জায়গা, যেখানে শত শত বইয়ে ভিড়ে নিজের আনন্দ নেয়ার চেষ্টা করি।

লেখালেখি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি করছেন? আগামীতে কী বিষয় নিয়ে লেখার ইচ্ছে আছে?

মোহাম্মদ জসিম উদ্দিন: লেখালেখি নিয়ে বেশ কিছু পরিকল্পনা যেমন রয়েছে তেমনি কাজও চলছে। উল্লেখ্য, স্বাধীনতা উত্তর বাংলা সাহিত্যে উত্তর-উপনিবেশবাদের ছায়া উত্তর-আধুনিকার বাঁক শীর্ষক দুটি বইয়ের পাশাপাশি উত্তর-আধুনিকতাবাদ শীর্ষক বইটর কাজও চলছে। এছাড়া কাজী নজরুল ইসলাম, ফররুখ আহমদ রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আরো তিনটি বই লেখার চেষ্টা করছি। আশা করি সবগুলি বছর শেষ করতে পারবো।

 

Post a Comment

0 Comments