মোহাম্মদ অংকন বর্তমান সময়ের একজন তরুণ লেখক। তিনি ১৯৯৭ সালের ৭ নভেম্বর নাটোর জেলার সিংড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। সিএসই ডিপার্টমেন্ট থেকে স্নাতক পাশ করে একই বিষয়ে স্নাতকোত্তর করছে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।
গল্প, কবিতা, উপন্যাস, শিশুসাহিত্য সব মিলিয়ে অংকন প্রকাশিত গ্রন্থ ১৭টি৷ কর্মজীবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত আছেন।
বইমেলা ও লেখালেখি নিয়ে মোহাম্মদ অংকন কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন তানজিদ শুভ্র-
পাঠকদের জন্য বইমেলায় আপনার কী কী বই থাকছে?
মোহাম্মদ অংকন: এবার বইমেলায় আমার নতুন দুটি বই থাকছে। প্রিয় বাংলা প্রকাশন থেকে প্রকাশিত থ্রিলার উপন্যাস 'কঙ্কাল রহস্য'। স্টল নং ৫৯৭-৫৯৮। এবং কালপ্রকাশ থেকে প্রকাশিত ছোটগল্প 'মেঘে ঢাকা চাঁদ'। এছাড়া বিগত বছরগুলোতে প্রকাশিত কয়েকটি বইও পাওয়া যাচ্ছে। বিশেষ করে শিশুদের উপযোগী বই।
বইমেলায় কি গিয়েছেন? বইমেলার পরিবেশ কেমন লাগছে?
মোহাম্মদ অংকন: ইতোমধ্যে মাত্র দুদিন বইমেলায় যাওয়া সম্ভব হয়েছে। মেলায় যেতে পারার আনন্দ সীমাহীন। এ প্রান্ত থেকে ও প্রান্ত চক্কর দিয়েছি। স্টলে বসে বই বিক্রি করেছি। পাঠককে অটোগ্রাফ দিয়েছি। পরিচিতদের সাথে ছবি তুলেছি। বইমেলার পরিবেশ চমৎকার লেগেছে। স্টল বিন্যাস এবার পরীক্ষিত। কোনো বিতর্ক নেই।
বইমেলা থেকে কী ধরনের বই সংগ্রহ করলেন এবার?
মোহাম্মদ অংকন: লেখক হিসেবে পড়তে হয় প্রচুর। তাই নতুন বই সংগ্রহ করতে হয়। যেহেতু মেলা কেবল মাঝামাঝি, তাই তালিকা করছি, কী কী বই কিনব। এরইমধ্যে হাসান আজিজুল হকের 'আগুন পাখি', 'আত্মজা ও একটি করবী গাছ', 'নামহীন গোত্রহীন'; মুহম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশন 'আমার সাইন্টিস্ট মামা'; ইকবাল খন্দকারের ভৌতিক উপন্যাস 'অশুভ নিশাচর'; বদরুল আলমের সায়েন্স ফিকশন 'আইস প্ল্যানেট' কিনেছি।
এবারের বইমেলায় আগের বইমেলা থেকে কি কোনো পার্থক্য রয়েছে? থাকলে তা কী?
মোহাম্মদ অংকন: বইমেলায় আগের বইমেলা থেকে বেশ পার্থক্য আছে। এবার সুবিন্যস্ত হয়েছে। যে দিকে মানুষ যায় না, সেদিকে স্টল না রাখায় সজ্জা বিন্যাস পরিকল্পিত মনে হয়েছে। খাবারের সবগুলো দোকান একদিকে করায় আরও বেশি ভালো হয়েছে।
বইমেলায় আগত পাঠকদের উদ্দেশ্যে কী বলতে চান?
মোহাম্মদ অংকন: বইমেলায় অনেকেই যায়। কিন্তু সবাই পাঠক না। অনেকেই বই না কিনে দামি দামি খাবার খেয়ে, ছবি তুলে, আড্ডা দিয়ে বাসায় ফিরছে। এতে বইমেলায় যাওয়ার উদ্দেশ্য ব্যহত হচ্ছে। তাই আগত পাঠকদের প্রতি অনুরোধ থাকবে, কমপক্ষে একটি করে হলেও বই কিনতে। কেননা বই মানুষকে সঠিক পথ দেখায়।
0 Comments