আহমেদ শিমু একজন কথাসাহিত্যিক। তার প্রথম বই প্রকাশ হয় ২০১৯ এর বইমেলায়। তার প্রকাশিত বইয়ের সংখ্যা মোট পাঁচটি। চারটি উপন্যাস ও একটি কাব্যগ্রন্থ। আহমেদ শিমু মানব সম্পদ ব্যবস্থাপনা ও উদ্যোক্তা বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। লেখালেখি তার ভালোলাগার জায়গা। তিনি আমৃত্যু পাঠকদের জন্য লিখে যেতে চান। খুব অল্প সময়ের মধ্যেই তিনি থ্রিলার লেখক হিসেবে পাঠকমহলে জায়গা করে নিয়েছেন তার লেখনীর মাধ্যমে।
বইমেলা ও লেখালেখি নিয়ে আহমেদ শিমু কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত-
উন্মেষ সাহিত্য সাময়িকী: এবার বইমেলায় আপনার কয়টি বই প্রকাশ হয়েছে?
আহমেদ শিমু: একুশে বইমেলায় এশিয়া পাবলিকেশন্সের ৯১-৯৪নং স্টলে পাওয়া যাচ্ছে আমার নতুন উপন্যাস 'দ্য ব্ল্যাক চ্যাপ্টার অব লাইফ' ও 'দর্পণ'। শব্দশৈলিতে পাওয়া যাচ্ছে 'অদৃশ্য দেয়াল'। এছাড়াও পুরনো দুটি বই 'শেষ পৃষ্ঠা' ও 'স্পর্শিত অনুভূতি' খুব শীঘ্রই নতুন সংস্করণে আসবে।
উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলার পরিবেশ কেমন লাগছে?
আহমেদ শিমু: পরিবেশ জমজমাট। তবে প্রকৃত পাঠকের তুলনায় ঘুরতে যাওয়ার মানুষদের ভিড়ই বেশি। তবে ভালো লাগছে করোনার প্রকোপে বিগত বছরগুলোর মন্দা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে বলে।
উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলা থেকে কি ধরনের বই কিনছেন?
আহমেদ শিমু: সমসাময়িক ও সিনিয়র লেখকদের বই কিনেছি। উপন্যাস, প্রবন্ধ, গদ্য, ইতিহাস বিষয়ক এসব বইগুলো পছন্দের তালিকায় থাকায় এগুলোই বেশি কেনা হচ্ছে।
উন্মেষ সাহিত্য সাময়িকী: করোনাকালে বইমেলাকে কোন চোখে দেখছেন?
আহমেদ শিমু: এবারের অবস্থা বিগত দুই বছরের চেয়ে সন্তোষজনক। কাজেই আমার বিশ্বাস এবারের বইমেলা মন্দা কাটিয়ে উঠতে পারবে। লেখক, প্রকাশক এবং পাঠকরা নিজেদের অবস্থান থেকে সচেতন থাকলে কোন রকম বিড়ম্বনা ছাড়াই শেষ হবে বইমেলা।
উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলায় আগত পাঠকদের উদ্দেশে কি বলতে চান?
আহমেদ শিমু: বই মনের পরিধি বাড়ায়। বই কিনুন, বই পড়ুন। ভালো বইগুলো ছড়িয়ে দিন মৌলিক রিভিউয়ের মাধ্যমে। এছাড়া প্রিয় পাঠক আপনারাই হচ্ছেন লেখার প্রান কাজেই একটা বইয়ের প্রানের সঞ্চার তখনই ঘটবে যখন আপনারা বই পড়বেন এবং এর বিস্তার ঘটাবেন আলোচনার মাধ্যমে।
0 Comments