Advertisement

উন্মেষ

লেখকদের উৎসাহ দিন: সালাহ উদ্দিন মাহমুদ

 

সালাহ উদ্দিন মাহমুদ পেশায় সাংবাদিক। গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, নাটক লিখছেন নিয়মিত। পর্যন্ত তার নয়টি বই প্রকাশ হয়েছে। এক ডজনেরও বেশি পুরস্কার সম্মাননা পেয়েছেন।

বইমেলা লেখালেখি নিয়ে কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত-

উন্মেষ সাহিত্য সাময়িকী: পাঠকদের জন্য বইমেলায় আপনার কি কি বই থাকছে?

সালাহ উদ্দিন মাহমুদ: পুরোনো বইগুলো তো আছেই। নতুন থাকছে গল্পের বই 'এখানে কয়েকটি জীবন' বইটি কিংবদন্তী পাবলিকেশনের ৭৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। মমতা আমার আমি পাওয়া যাচ্ছে অন্যধারায়।

উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলার পরিবেশ কেমন লাগছে?

সালাহ উদ্দিন মাহমুদ: অনেক ভালো লাগছে। পরিসর বেড়েছে। প্রবেশপথও যথার্থ। বসার ব্যবস্থা আছে। তবে লেখক বলছি মঞ্চ লেখকশূন্য দেখেছি। নারীদের শৌচাগার বাড়ানো যেত। অনেকেই দুর্ভোগের কথা বললেন। ছাড়া করোনাকাল বিবেচনায় আয়োজকরা যথেষ্ট সচেতনতার পরিচয় দিচ্ছেন। বিক্রিও ভালো বলা যায়।

উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলা থেকে কী ধরনের বই কিনছেন?

সালাহ উদ্দিন মাহমুদ: দুঃখের বিষয়, আব্বার অসুস্থতার কারণে এবার পর্যন্ত একদিন গিয়েছি। একুশ ফেব্রুয়ারির বিকেলের দিকে। একটি গল্পগ্রন্থ একটি মোটিভেশনাল বই কিনেছি। পরে সুযোগ পেলে পছন্দের কিছু বই কিনবো।

উন্মেষ সাহিত্য সাময়িকী: করোনাকালে বইমেলাকে কোন চোখে দেখছেন?

সালাহ উদ্দিন মাহমুদ: বাঁকা চোখে দেখছি না। এত বড় মহামারি পেরিয়ে বইমেলা করাটা সত্যিই চ্যালেঞ্জের। আশা করি আয়োজন সফল হবে। লেখক-প্রকাশকদের মুখে হাসি ফুটবে।

 

উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলায় আগত পাঠকদের উদ্দেশে কী বলতে চান?

সালাহ উদ্দিন মাহমুদ: বই পড়ুন। বই কিনুন। প্রকাশনা শিল্পকে বাঁচিয়ে রাখুন। লেখকদের উৎসাহ দিন। বইমেলা ছাড়াও প্রতি মাসে অন্তত একটি করে বই কিনুন। নিজের জ্ঞানকে শানিত করুন। বই পড়ে কেউ আহাম্মক হয় না।

Post a Comment

0 Comments