Advertisement

উন্মেষ

বইমেলা লেখক-পাঠকদের মিলনমেলা : নীলা আলম নীল

নীলা আলম নীল একজন পাঠক, লিখতে ভালোবেসে লেখক হওয়ার দুঃসাহস দেখিয়েছেন। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম কাব্যগ্রন্থ 'পদ্মরথী'। আদতে পেশায় তিনি একজন শিক্ষানবীশ আইনজীবী। পেশার সাথে সাথে নিজের মস্তিষ্কের তাড়নাকে শব্দে রূপান্তর করতে চেষ্টা করেছেন এবং সেই তাড়না থেকেই বই করা।

বইমেলা ও লেখালেখি নিয়ে নীলা আলম নীল কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত-

উন্মেষ সাহিত্য সাময়িকী: পাঠকদের জন্য বইমেলায় আপনার কি কি বই থাকছে?

নীলা আলম নীল: বইমেলায় পাঠকদের জন্য থাকছে প্রহেলিকা প্রকাশন থেকে প্রকাশিত আমার প্রথম কাব্যগ্রন্থ পদ্মরথী।

উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলার পরিবেশ কেমন লাগছে?

নীলা আলম নীল: ভালোই লাগছে। পাঠক এবং লেখকদের মিলনমেলা। এবার করোনা সতর্কতাও গুরুত্বপূর্ণ ভাবে দেখা হচ্ছে। ভালোই লাগছে।

উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলা থেকে কী ধরনের বই কিনছেন?

নীলা আলম নীল: আমার যেহেতু কবিতা, গল্প এবং উপন্যাসে ঝোঁক আছে আমি কবিতা, গল্প এবং উপন্যাসের বই কিনছি। মূলত নতুন এবং পুরাতনদের মিলিয়েই কিনছি।

উন্মেষ সাহিত্য সাময়িকী: করোনাকালে বইমেলাকে কোন চোখে দেখছেন?

নীলা আলম নীল: মানুষ ঘরবন্ধি থাকতে থাকতে বিরক্ত। এই বিরক্তির কিছুটা অবসান হবে। বইমেলা জরুরি বিষয়। সচেতনতায় থাকলে মেলা ভালোই। তবে অসতর্কতা ক্ষতি করতে পারে।

উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলায় আগত পাঠকদের উদ্দেশে কী বলতে চান?

নীলা আলম নীল: বই পড়ুন, বই কিনুন। জ্ঞান আহরণ করুন এবং বিলিয়ে দিন। করোনা সতর্কতা অবলম্বন করুন। সুস্থ থাকুন শরীর এবং মস্তিষ্কে।



Post a Comment

0 Comments