বইমেলা ও লেখালেখি নিয়ে নীলা আলম নীল কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত-
উন্মেষ সাহিত্য সাময়িকী: পাঠকদের জন্য বইমেলায় আপনার কি কি বই থাকছে?
নীলা আলম নীল: বইমেলায় পাঠকদের জন্য থাকছে প্রহেলিকা প্রকাশন থেকে প্রকাশিত আমার প্রথম কাব্যগ্রন্থ পদ্মরথী।
উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলার পরিবেশ কেমন লাগছে?
নীলা আলম নীল: ভালোই লাগছে। পাঠক এবং লেখকদের মিলনমেলা। এবার করোনা সতর্কতাও গুরুত্বপূর্ণ ভাবে দেখা হচ্ছে। ভালোই লাগছে।
উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলা থেকে কী ধরনের বই কিনছেন?
নীলা আলম নীল: আমার যেহেতু কবিতা, গল্প এবং উপন্যাসে ঝোঁক আছে আমি কবিতা, গল্প এবং উপন্যাসের বই কিনছি। মূলত নতুন এবং পুরাতনদের মিলিয়েই কিনছি।
উন্মেষ সাহিত্য সাময়িকী: করোনাকালে বইমেলাকে কোন চোখে দেখছেন?
নীলা আলম নীল: মানুষ ঘরবন্ধি থাকতে থাকতে বিরক্ত। এই বিরক্তির কিছুটা অবসান হবে। বইমেলা জরুরি বিষয়। সচেতনতায় থাকলে মেলা ভালোই। তবে অসতর্কতা ক্ষতি করতে পারে।
উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলায় আগত পাঠকদের উদ্দেশে কী বলতে চান?
নীলা আলম নীল: বই পড়ুন, বই কিনুন। জ্ঞান আহরণ করুন এবং বিলিয়ে দিন। করোনা সতর্কতা অবলম্বন করুন। সুস্থ থাকুন শরীর এবং মস্তিষ্কে।
0 Comments