লুৎফর হাসান একজন লেখক, সঙ্গীত শিল্পী, গীতিকার, ও সুরকার। সোমেশ্বর অলির লেখা 'ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো' শিরোনামের একটি গান গেয়ে জনপ্রিয়তা পান লুৎফর হাসান। গানটি গাওয়ার পাশাপাশি সুরারোপও করেন তিনি। ২০০৮ সালে প্রকাশিত হয় লুৎফর হাসান রচিত প্রথম গ্রন্থ। গল্প, উপন্যাস, কবিতা, ছড়া, এসব মিলিয়ে এ পর্যন্ত লুৎফর হাসানের প্রকাশিত বইয়ের সংখ্যা মোট ৩৪টি। তার পাঠকপ্রিয় বইগুলোর মধ্যে অন্যতম হলো 'ফেকুয়া', 'হেলেঞ্চাবতী', 'আগুন ভরা কলস', 'ঝিনাই পাখি', 'লাল কাতানের দুঃখ', 'মানিব্যাগ', 'বগি নম্বর জ', 'যে বছর তুমি আমি চাঁদে গিয়েছিলাম'।
বইমেলা ও লেখালেখি নিয়ে লুৎফর হাসান কথা বলেছেন উন্মেষ সাহিত্য সাময়িকীর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সাজেদুর আবেদীন শান্ত-
উন্মেষ সাহিত্য সাময়িকী: পাঠকদের জন্য বইমেলায় আপনার কি কি বই থাকছে?
লুৎফর হাসান: পাঠকদের জন্য বইমেলায় এবার থাকছে দুটিই বই। একটি ’জোনাকির নিজস্ব অন্ধকার’। প্রকাশ করেছে অন্যপ্রকাশ। এই বইয়ে মোট ২১টি গল্প আছে। বইয়ের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। অন্যটি আমার প্রকাশিত সমস্ত উপন্যাস থেকে বাছাই করা ৯ টি উপন্যাস নিয়ে ‘একসঙ্গে লুৎফর হাসান’। এই বইটিতে আমার লেখা পাঠকপ্রিয় সব উপন্যাসই আছে। এটি প্রকাশ করেছে কিংবদন্তি পাবলিকেশন। প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমীন।
উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলার পরিবেশ কেমন লাগছে?
লুৎফর হাসান: বইমেলার পরিবেশ এবার ভীষণ ভালো। বেচা-বিক্রিও ভালো। খুবই জমজমাট হয়েছে এবারের বইমেলা। এককথায় বলতে গেলে দারুন।
উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলা থেকে কী ধরনের বই কিনছেন?
লুৎফর হাসান: বইমেলা থেকে এবার তরুণদের বই বেশি কিনছি।
উন্মেষ সাহিত্য সাময়িকী: করোনাকালে বইমেলাকে কোন চোখে দেখছেন?
লুৎফর হাসান: করোনকালে বইমেলা বলতে আগের বছর করোনা বেশি ছিলো, বইমেলাতে মানুষ জনও কম ছিলো। এবারও করোনার ভিতরেই বইমেলা হচ্ছে। মানুষ জনও বেশি দেখা যাচ্ছে। তেমন খারাপ চোখে দেখছি না। তবে মানুষ আরেকটু স্বাস্থ্য সচেতন হলে ভালো হতো।
উন্মেষ সাহিত্য সাময়িকী: বইমেলায় আগত পাঠকদের উদ্দেশে কী বলতে চান?
লুৎফর হাসান: বইমেলায় আগত পাঠকদের জন্য বলতে চাই পাঠকরা বই কিনুক। অল্প করে হলেও বই কেনার অভ্যাস গড়ে উঠুক।
0 Comments