শব্দহীন চিঠি
বলার বিশেষ কিছু নেই
চোখে যদি রাখ চোখ
হয়ত বুঝতে পারবে কি বলছি।
চাওয়ার বিশেষ কিছু নেই
হাতে যদি রাখ হাত
হয়ত বুঝতে পারবে কি চাইছি।
দেওয়ার বিশেষ কিছু নেই
বুকে যদি রাখ মাথা
হয়ত বুঝতে পারবে কি দিয়েছি।
দিলাম তোমায় শব্দহীন একটি চিঠি
হৃদয়ে যদি রাখ হৃদয়
হয়ত বুঝতে পারবে কি লিখেছি।
মাঝ দরিয়ার মাঝি
নতুন রূপে আমি দেখিতেছি
ফুলের গন্ধে মাতাল হয়ে
মৌমাছি ছোটে সরিষার ক্ষেতে
আমি ছুটি জীবন তরী বাইয়া
উজানে বাই ভাটিতে বাই
ঝড় আসে পাড় ভাঙ্গে
তবুও চলি মৃত্যুর খোঁজে
তবুও ছুটি ভালবাসার খোঁজে
তবুও ছুটি প্রেমের খোঁজে
যদি যাত্রী হও যদি সঙ্গী হও
এসো তবে সকল অভিমান ভেঙ্গে
বেলা যায় মোর অকূল দরিয়ার মাঝে।
শুকনো গোলাপ
তোমায় দিতে না পারা শুকনো গোলাপ
ঠায় পড়ে টেবিলের কোণে
নিজেকে বোবা মনে হয়
তোমার সাথে কথা বলতে না পারলে
আমি এলোমেলো হয়ে যাই
তোমার চোখে চোখ পড়লে
অপেক্ষায় থাকি তোমার
গলার আওয়াজ শুনতে
বুঝতে কি পারো তুমি?
প্রতিটা ক্ষণ তোমার দেয়া উপহার
জড়িয়ে রাখি অঙ্গে
যেন তুমি থাকো আমার সঙ্গে।
কোন একদিন হয়ত
বোবা হয়ে যাব চিরতরে
সেদিন তুমি চাইলেও
পাবেনা শুনতে আমার পিছুডাক
শূণ্যতায় হারিয়ে যাবে
প্রেম ভালবাসা রাগ অভিমান।
শূন্য থেকে এসেছি
তাই শূন্যেই মিলিয়ে যাব
প্রকৃতি থেকে এসেছি
তাই প্রকৃতিতেই হারিয়ে যাব
পড়ে রবে শুকনো গোলাপ
পড়ে রবে প্রেমের উপাখ্যান
একজন প্রেমিকের লেখা চিঠি।
0 Comments