তুমি কথা না বললেতুমি কথা না বললে-
থমকে যায় সময়,
ধুলো জমে ঘড়ির কাঁটায়...
লেপ্টে যায় কাজল,
জল গড়ায় চোখের পাতায়।
তুমি কথা না বললে-
বুকের ভেতর কেমন করে,
বসন্তের কোকিল আর ডাকেনা...
সোনালু তার নিজস্ব রঙ হারায়,
হাসনাহেনা কোথাও সুবাস ছড়ায় না।
তুমি কথা না বললে-
আয়নায় চেয়ে দেখা হয়না,
কপালে আঁকা হয়না চন্দ্রমল্লিকা...
রেশমি চুড়ি ছুঁয়ে দেখা হয়না,
হয়ে উঠা হয়না আদর্শ প্রেমিকা।
তুমি কথা না বললে-
রাত্রির বুকে নীরবতা জমে,
লাল হয়ে থাকে চোখ...
হুটহাট আমায় পেয়ে বসে,
তুমি নামের তীব্র অসুখ।
তুমি কথা না বললে-
অনাদরে পড়ে থাকে বই,
অতি উৎসাহে পড়া হয়না...
অগোছালো হয় শাড়ির ভাঁজ,
ঠিকঠাক কেন যে রয়না!
তুমি কথা না বললে-
সবকিছু বড় বিদঘুটে লাগে,
অমাবস্যা নেমে আসে ভরা পূর্ণিমায়...
চোখের কোটরে,মনের ভেতরে
সমস্ত সত্তা জানে আমি তোমাকে চাই!
যাবতীয় ভুলনিয়ম করে দুঃখ কুড়ায়,
যত্ন করে রাখি...
ইচ্ছে গুলো চেপে রেখে,
দেখাই ভালো থাকি।
নিয়ম করে হারিয়ে ফেলা,
আমার আমি'কে খুঁজি...
কে-ই বুঝে এই আমাকে
যতই বলুক বুঝি!
নিয়ম করে ভালোবেসেও,
আমায় ঘিরে দ্বিধা...
ভুলেই গেছি স্বস্তি কিসে?
আর কিসে নির্ভরতা!
নিয়ম করে ভুল করেও,
হিসাব কষতে ভুলি...
তাইতো আমি প্রেমিকা নই,
তোমার পাড়ার গলি।
0 Comments