Advertisement

উন্মেষ

দেবদাস কুণ্ডু'র এক গুচ্ছ কবিতা


 অর্জুন


সমুদ্র চলে গেছে দূর দেশে
গাছের পাতারা উড়তে উড়তে চলে গেছে
সীমান্তের পারাপার
সূর্য এখন আদিম গুহায় নিচ্ছে বিশ্রাম
যত ফুল দিতো সুগন্ধ, তারা এখন লকডাউনে
করোনা ভূমিতে বিপন্ন অসহায়, তুমি অজুর্ন।

উপহার

আজ তোমাকে দেবো দুস্প্রাপ্য কিছু
চে গুয়েভারার ডায়েরী
আরব গেরিলাদের যুদ্ধের ইতিহাস
কালো মানুষদের মুক্তির লড়াই
বাংলাদেশের ভাষা আন্দোলন আলেখ্য
আর নিজের যতো বিষ
উগরে দিয়ে, তোমায় দেবো অমৃত।

ইচ্ছে

মাঝে মাঝে ইচ্ছে করে তোমার সংগে রাত কাটাই
না, কোন যৌনতা নয়
পুরনো চাঁদের নতুন জ্যোৎস্নায়
গল্প করি আমাদের অমলিন শৈশবের কথা
হারানো বাল্যকালের ভাঙা গাড়ির কথা
পুতুলের সংসারের গল্প
কৌশরের রক্ত মাখা ঝড়া পালকের কথা
যৌবনের স্বপ্ন ভাঙা ডিঙি নৌকার কথা।

হলূদ চিঠি

এখানে ফেলে গেলাম আমার রক্ত ঘাম
রেখে গেলাম আমার অসমাপ্ত পান্ডুলিপি
রয়ে গেল আমার সব ফেরত আসা কবিতা
রইল আমার লেখা অদ্ধ উপন্যাস
ফেলে গেলাম আমার রক্ত মাংস হাড়
আলমারিতে রয়ে গেল হলুদ চিঠি
বাতাসে থাকলো ব্যর্থ প্রেমের কান্না
তুমি খুঁজে দেখো, অন্য কিছু পাও কিনা।

বনলতা সেন


অসুখ, মাঝে মাঝে ঘুম ভেঙে
জেগে ওঠো তুমি অন্ধকারে
বুকের গভীরে, অগভীরে যন্ত্রণা
পৃথিবীর বুকে হারানো বালকের চোখে
অশোকের শোক অপূর্ব জ্বলছে
নীল ফুলে নীলকন্ঠ হয়েছে ভুবন
মৃত্যু এসে দাঁড়ায় চৌকাঠে
বনলতা সেন তুমি তখন বাড়িয়ে
দাও সবুজ পাত্র, অমৃত সুধা।

Post a Comment

0 Comments