হ্যাঁ
আমায় তুমি চেয়ে দেখো,
ইচ্ছে হলে স্পর্শ করো,
আমার মেঘবালায়।
আবার একটু শব্দ করো,
ইচ্ছে হলে রাখতে পারো,
আমার পশরায়।
তুমি ইচ্ছে করলে হীনমন্যতায় থেকো,
ইচ্ছে হলে অভিমান জমা রেখো,
আমার ঠিকানায়।
ভালোবাসি
আমার এক ইঞ্চি আট গ্রাম চোখটার মাঝে,
তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ভাসে।
দুইশ তিরাশি গ্রাম হার্টের মাঝে,
তোমার জন্য ভালোবাসা জমা আছে।
তেরশ থেকে চৌদ্দশ গ্রাম'র মস্তিষ্কের মাঝে,
শুধু মাত্র তুমি নামক শব্দটি বিভর থাকে।
রক্ত গুলো ষোল লাখ আশি হাজার মাইল ছুটে বেড়ায়,
তুমি নামক ভালোবাসা বুকের বা'পাশে থাকায়।
হারাবে তুমি
বলতেই যদি চাও
হারাবে তুমি
কেন এসেছিলে পাশে।
শ্রাবণের বৃষ্টিতে
ভিজি আমি
স্মৃতিসব বাতাসে ভাসে।
নিকোটিনে'তে
আমায় পোড়ায়ে
সুখ খোজে দিগন্তে।
একটুও কি
অনুভব করো তুমি
জ্বলছি জিবনের অন্তে।
লেখক : বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, কুমিল্লা।
0 Comments