Advertisement

উন্মেষ

সিজুল ইসলামের দু'টি কবিতা


শুভ্রতা

শরতের শুভ্রতা ছুঁয়ে গেছে প্রকৃতিতে
নীলাকাশে মেঘের ভেসে চলা
নদীর বুকে জেগে উঠা বালুচর
কাশফুলের উপর দিয়ে পাখির ছুটে চলা
সবকিছুর মাঝেই যেন তোমাকে খুঁজে ফিরি।
প্রেমিকা তুমি আমার মিশে আছো
নদীর এঁকেবেঁকে চলা
পাড়ের ভাঙ্গনের মাঝে।
আমি তোমার স্মৃতিকে আঁকড়ে থাকা
নিঃসঙ্গ প্রেমিক।
হাত তুমি আমার ধরে নিয়ো
অন্ধকারে ছুটে চলা পথের মাঝে
ছুঁয়ে দিয়ো আলতো করে আমার বাউলা চুলে।

বহমান বিকেল

পড়ন্ত বিকেলে পাখিরা ফেরে নীড়ে
জলেরা ছুটে চলে মোহনার খোঁজে
সত্তরে পা রাখা অগ্রজ জাল কাঁধে বাড়ি ফেরে
সবারই যেন গন্তব্যে পৌঁছার তাড়া।
যুবকের তবে গন্তব্য কোথায়
সীমাহীন দূর আকাশে?
নীড়ে ফেরার কি নেই ইচ্ছা
মোহনায় তবে মিশবে কে?
সত্তর পেরোনোর স্বাদ
লক্ষ্যে পৌঁছার আনন্দ
মহাকালের গহ্বরে অন্তরীণ।
এলো চুল অদ্ভুত চাহনি
পড়ন্ত বিকেল
বয়ে চলা নদী
পাখির কিচিরমিচির
মেঘের ওপারের
ইশারায় থেমে যাবে একদিন।

Post a Comment

0 Comments