পাঠ্যশালার প্রেম
শরতের আসপ্ত সকাল
পাঠ্যশালার তৃতীয় দিন
দাঁড়িয়ে ছিলাম আম নিরালায়
তুমি আসলে পারুলতলায়
শরতের কাশফুল না ঝড়ে
তোমার শিরোধায় ঝড়েছিলো
পারুলের অঘ্রাণ ফুলগুলো।
যেনো, তোমার কালো মিসমিসে চুলে
হাসনাহেনা ফুলেল শোভা পাচ্ছিলো
সেখান থেকে তুমি এলে স্টেজের পশ্চিমে
আমি কিন্তু আমতলায় দাঁড়িয়ে।
তুমি কংক্রিটের বেঞ্চের পাশে দাঁড়ানো
তোমার বন্ধুরা খোশগল্পে মসগুল
তখন পরখ করে তাকিয়ে দেখি
তোমার মুখের বিভায়
ছড়িয়ে পড়ছে আম পাতার রোদ্দুর
আর ঝলমলে আলোয় উদ্ভাসিত করছিলো
তোমার সিতাঙ্গি মুখয়ব।
প্রশান্তিতে ভরে যাচ্ছিলো তোমার বুক
লজ্জার আবরণ নিয়ে তাকিয়ে ছিলাম
নিশাচর পেঁচার মতো।
কি যে সুন্দর ছিলো রোদ্দুর
তোমার কারুকার্যময় দেহটায়
বারবার উদ্ভাসিত করছিলো
তোমার ষোড়শী বয়সের যৌবন নীড়
আকাশী রং এর জামায়
সাদা বেল্টে।
ধূসর সোনালী শরীর জুড়ে
তোমার নিষকরণ আঁখি
মেদুরময় পরশে ঢাকা।
মায়ার চাহনি ছিলো
শরতের অমল ধবল কাশফুলের মতো
লাল টকটকে ওষ্ঠে মোনালিসার হাসি
ঠোঁটের হাসিগুলো ছিলো
শ্রুতিময় মধুর টান।
তোমার জীবনটা বেশ পরিপাটি
বুকের বাম পাজরটা প্রশস্তময়।
তুমি নেবে কী আমায় একটিবার
তোমার জীবন সঙ্গী করে
মিশতে দিবে হিম বাতাস হয়ে
তোমার শরীরে একটিবার?
লজ্জা না করে
চেটে পুটে খেতে পারতাম
তোমার সোনালী দেহটা,
যেমন করে খাচ্ছে
ওই পূবালী বাতাসগুলো।
জল প্রেম
আমি হব সাগরের নীল জল
তুমি হবে কী নীল জল রাশির স্রোত
কিংবা উড়ন্ত কোনো গাংচিল?
যে তোমার পাখনায় ভর করে
উড়িয়ে যাব নীল জল-
পাড়ি দিয়ে অজানা দ্বীপে
হারাবো দু'জন আসপ্ত নিরালায়
শুধুই তোমার পাখনার পিসর্টনে,
সময়ের স্রোতে হারাতে চাই
অনন্ত জীবেনের অজানা নীড়ে
উড়িয়ে উড়িয়ে দেখব আঁখি মেলে
অসংখ্য সংখ্য ইউক্লেপেটারদের
তিমিরের দারকাটায় দাঁড়িয়ে দেখব
মর্মরময় শুখনো ঝাউ বন
দূরন্ত অট্রপাসের বাহারি ঝিলিকের রং
মাতিয়ে তুলবে সাগর ও অতল
আমরা দেখব নয়নও মেলে
সাগরের তীরন্দাজ রংধনুকে
নোনা জলে ভিজিয়ে ভিজিয়ে দেখব
ওই শুক্র তারাদের রোমান্স।
ভবিষ্যৎ
দেয়ালের ফাঁক গলিয়ে
আমাদের অহর্নিশ চোখ
যে চোখের কমল মমতায়
বিকালের নির্জন গোধূলি ভেসে বেড়ায়
ভোরের কুয়াশায় চোখ মেলে
নতুন স্বপ্নের পৃথিবী খুঁজি,
শুধু তুমি আর আমি
ক্ষনিকের চোখে বুঝতে পারিনা
যে চোখের কোনায় লেগে থাকে
অপ্রকাশিত প্রেম।
সকাল গড়িয়ে বিকেল নামে
আমাদের চোখ ক্লান্ত অনুভব করে না
ইটের মাঝের ফোঁকর গুলিতে
চোখ এঁটে যায় অনন্ত জীবন পারি দিবার
কেউ না জানুক আমরা তো জানি
কেনো আমরা ওই সময়গুলিতে চোখ ফেলিনা
আমরা তো আঁড়চোখে চেয়ে দেখি
আগামিতে আমাদের মিলন।
0 Comments