Advertisement

উন্মেষ

ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র দুই মসজিদের উচ্চপদে ১০ নারী : উদারপন্থি উদ্যোগ

 
ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র দুই মসজিদ মক্কা-মদিনার ১০ নারীকে নেতৃস্থানীয় পদে নিয়োগ দেয়া হয়েছে। নারীর ক্ষমতায়নের লক্ষ্যেই এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামিকরাজ্য সৌদি কর্তৃপক্ষ।

সৌদি আরবে ধর্মীয় প্রতিষ্ঠানের উচ্চ পদে নারীদের নিয়োগ দেয়ার ঘটনাটি বিরল। তবে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান কয়েক বছর ধরেই নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এর মধ্যো উল্লেখযোগ্য গাড়িচালনার অধিকার, স্টেডিয়ামে পুরুষদের সঙ্গে খেলা দেখা, সিনেমা হল চালুসহ বেশ কিছু উদারপন্থি কাজ।

মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর শীর্ষস্থানীয় পদে ১০ নারীকে নিয়োগ দেয়ার ঘটনাকে নারীর ক্ষমতায়নের দিকে আরো এক ধাপ অগ্রসর হওয়া বলে মনে করছেন অনেক নেটিজনেরা। এই ১০ নারীকে দুই মসজিদের বিভিন্ন বিভাগে নিয়োগ দেয়া হয়েছে৷

দুই পবিত্র মসজিদের পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে এদের মধ্যে কয়েকজনকে প্রশাসনিক পদেও নিয়োগ দেয়া হয়েছে। এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, এই নিয়োগের উদ্দেশ্য ‘‘সৌদি নারীদের যোগ্যতা ও দক্ষতা অনুসারে ক্ষমতায়ন করা।'' সৌদি আরবের গণমাধ্যম জানাচ্ছে, ২০১৮ সালেও ৪১ জন নারীকে নিয়োগ দেয়া হয়েছে এই দুই মসজিদের বিভিন্ন পদে।
সৌদি সরকারের হিসেব অনুযায়ী ২০১৫ সালে দেশটিতে কর্মজীবী নারীর সংখ্যা ছিল আট লাখের একটু বেশি ।২০১৯ সালে তা ১০ লাখ ছাড়িয়েছে।

সাজেদুর আবেদীন শান্ত
সম্পাদক, উন্মেষ সাহিত্য সাময়িকী।
সুত্র: ডয়েচে ভেলে

Post a Comment

0 Comments