Advertisement

উন্মেষ

কবিতাঃ বাবা

উন্মেষ

বাবা তুমি হলে একটি বৃহৎ বটবৃক্ষ, 
যার ছায়াতলে আমাদের বাস। 
তুমি আমাদের রেখেছো শীতল ছায়ায়, 
দিয়েছো আদর -স্নেহ, 
বুকের মাঝে আগলে রেখেছো পরম মায়ায়। 

বাবা তুমি হলে আমাদের জন্য 
একটি সুবিশাল ছাতা। 
যার কাঁটায় গড়া কুঁড়ে ঘরে 
আমাদের একত্রিত করে রেখেছো। 
আষাঢ়ের মুষলধারা বৃষ্টি 
নিজের মাথায় বহন করছো। 
গ্রীষ্মের তপ্ত দহন সহ্য করে 
কষ্টের বহ্নিশিখায় জলে পুড়ে হচ্ছো ছাই। 
অথচ আমাদের রেখেছো নিরাপদ আশ্রয়। 

বাবা তুমি হলে স্রষ্টার শ্রেষ্ঠ নিয়ামত; 
যার প্রেমের ফসল হিসেবে 
ধরাধমে আমাদের আগমন। 
তুমি নিজের চাওয়া-পাওয়া ভুলে 
করো আমাদের হাজারো বায়না,আশা পূরণ। 

বাবা তুমি আমার রাতের আকাশে 
একটি উজ্জ্বল সন্ধ্যাতারা, 
যার আলোয় আলোকিত আমরা,
আমাদের জীবনধারা!

লেখকঃ আরিফুল ইসলাম
দুর্গাপুর, পিরোজপুর।

Post a Comment

0 Comments