Advertisement

উন্মেষ

ইমরান খান রাজ এর কবিতা 'বাবা'

উন্মেষ

হাজারো বাধা অতিক্রম করে,
শত কষ্টের মাঝে হাসি মুখে,
বুকে জরিয়ে ধরে বাবা। 

জন্মের পর কোলে তুলে নিয়ে,
আঙুল ধরে শেখায় হাঁটা,
পরক্ষণেই আদর করে ডাকে গাধা ! 

কখনো উত্তপ্ত রোদে ছায়া হয়ে,
নিরাশার স্বপ্নের মায়া হয়ে,
অন্ধকারে প্রদীপ জ্বালায় বাবা। 

নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে
ছেলেমেয়েদের মুখোমুখি চেয়ে
সদা হাস্যোজ্বল থাকে বাবা। 

লেখক : ইমরান খান রাজ ।

Post a Comment

0 Comments