Advertisement

উন্মেষ

ড. আজাদুর রহমানের কবিতা 'পিতা'

উন্মেষ

আপনি চলে যাবার পর এমনও হয়েছে যে, 
সন্ধ্যেবেলা আমি আর বাড়ি যাই নি, 
তখন ফেরিঘাটে, হুল্লোড় 
বাজারের ভিড়ে 
ফিকে হয়ে আসা অস্থিরতা 
মাঁড়িয়ে 
ঘুরে ঘুরে নদীর মত 
একা একা হেঁটেছি কেবল। 
হেঁটে হেঁটে বুঝেছি, 
পুরো পৃথিবীটাই আসলে একটা গোরস্থান, 
মহাদেশের পর আরেক মহাদেশ 
কোথাও এক ফোঁটা আনন্দ নেই 
জীবনের যা কিছু মদ, 
গ্লাস ভর্তি করে নিয়ে গেছেন আপনি।

লেখকঃ ড. আজাদুর রহমান
লালন গবেষক, উপ-সচিব, নৌ-পরিবহন মন্ত্রনালয়।

Post a Comment

0 Comments