Advertisement

উন্মেষ

কবিতাঃ শ্রদ্ধাঞ্জলি


উন্মেষ
কোনো কালে কোনো রবি
আসবে না এই ধরায়,
যত জনই হোক নব কবি
রবীর রচনা মন হারায়।

পঁচিশ বৈশাখ জোড়াসাঁকোর
ঠাকুর বাড়ি জন্ম এক শিশুর,
শ্রেষ্ট উপহার ধরা পেয়েছিল
রচনা শ্রদ্ধায় সমতুল্য যীশুর।

হে কবি ,
তুমি শুনিয়েছ কত শত
গান গেয়ে প্রকৃতির বর্ননা
সাহিত্য জগতে তোমার হাজার
খানি অবদান হবে না গননা।

হে কবি,
তোমার জন্মদিনকে সহস্র
শ্রদ্ধাঞ্জলি দিয়ে করি বরণ,
শত প্রনাম শত পুষ্প অঞ্জলি দিয়ে
তোমাকে যুগে যুগে করব স্মরণ।

রেখা আক্তার
কবি ও শিক্ষার্থী

Post a Comment

0 Comments