Advertisement

উন্মেষ

কবিতাঃ মানুষ তুমি

উন্মেষ
 
মানুষ হয়ে গন্য তুমি
মানব মুখের জন্য
মানুষ হয়ে ধন্য তুমি
হওনি বলে বন্য।
মানুষ তুমি বেশি লোভে
স্বভাবটা যাও ভুলে
মানুষ তুমি মানুষ হওনি
দেখো বিধান খুলে।
মানুষ তোমার প্রাণের ভীতর
মৃত্যু দূতের খেলা
মানুষ তুমি ভুলে গেছো
প্রভাত-ভাঁতি বেলা।
মানুষ তুমি ফেঁটে পড়ো
ভীষণ জেদে পড়ে
মানুষ তুমি পায়ে পড়ো
মানুষ স্রষ্টা করে।
মানুষ তুমি উর্ধ্বে যাবে
অন্য কাউকে ফেলে
মানুষ তোমার মানব গর্ব
তখনি যায় হেলে।
মানুষ তুমি আশার আলো
জ্ঞান খুঁজে হও হন্য
মানুষ তুমি শ্রেষ্ঠ শুধু
অমানুষের জন্য।
 
শিক্ষার্থী ও কবিঃ রায়হান লাবিব
ঠিকানা : ভেড়ভেড়ি, কিশোরগঞ্জ, নীলফামারী।

Post a Comment

0 Comments