কারো জীবন থেকে শেখার চাইতে আমি বলব নিজের জীবন থেকে শিক্ষা নাও। জন্মের পর থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত যে অভিজ্ঞতার ভাড়ে তুমি নুয়ে গেছ তা থেকে জীবনের মানে খোঁজ। জীবনের প্রতিটি স্তর যেমন তোমায় নতুন কিছু শিখিয়েছে তার দিকে আলোকপাত করো। তুমি কখনো তিমির বিনাশী হয়ে সমস্ত অন্ধকারকে গ্রাস করে এনেছ উজ্জ্বল আলোকছটা। তুমি কখনো মিইয়ে যাওয়া শব্দকোষ ভেদ করে এনেছ প্রবল প্রতিবাদের ঝড়। তুমি কখনো রাগ ক্ষোভের রোশানল ভেঙে এনেছ আদি উপাখ্যান। বর্ণে, গন্ধে, তারুণ্যে, উল্লাসে তুমি প্রতিদিন যে একটু একটু করে নিজেকে আবিষ্কার করেছ তার হিসেব কষো। দিন শেষে রাত ভোর করে নাহয় ভাবনার অচিন্তিত নগরীর একচ্ছত্র অধিপতি হয়ে বিস্তার করো তোমার আধিপত্য। বাড়াও তোমার সুদক্ষ জনবল, কৌশলে করো রণক্ষেত্র জয়। বিজয়ের মুকুট পরে জয়ের নিশান উড়িয়ে ধেয়ে চল ঊর্ধ্বগগণে। জীবনের প্রথম প্রেম, প্রথম পরাজয়ের গ্লানি, প্রথম বারেই নিজস্বতাকে জাগ্রত করার লক্ষ্যে যখন তুমি ছুটে গিয়েছিলে মনে করো সেসব কালজয়ী দিন।আমি বলবো শিক্ষা নাও।নিজেকে সমৃদ্ধ করো।বলিয়ান করো, বলিষ্ঠ হউ।নতজানু হয়ে শিওরে পা ভেড়াতে শেখো, সুযোগ কর দুর্দমনীয় হবার। আমাদের সবচেয়ে বড় শিক্ষক আমরা নিজেরাই। আমাদের সমগ্র জীবনের চড়াই উৎরাই পেরিয়ে আমরা যা আত্তস্থ করেছি,যা করায়ত্ব করেছি তার রাজা আমরাই।তার সৈন্য সামন্তও আমরাই। আমাদের উপরে আর কেউ আমাদের বুঝতে পারে না,জানতে পারে না। আমাদের সফরগুলো আমাদের। যার সঙ্গী আমরা একাই ছিলাম আছি আর থাকব। তাই নিজের ভেতরকার অস্তিত্ব থেকেই নিজের উপস্থিতির জানান দিন।উঠে পড়ুন আর লড়াই করে বাঁচতে শিখুন সময়ের সাথে,দিগন্তের আড়ালে,মাথা উঁচু করে। আমাদের শিক্ষক আমরাই। আমাদের কারিগর আমরাই।
লেখকঃ শিক্ষার্থী, হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ।
2 Comments
"জীবনের প্রথম প্রেম, প্রথম পরাজয়ের গ্লানি, প্রথম বারেই নিজস্বতাকে জাগ্রত করার লক্ষ্যে যখন তুমি ছুটে গিয়েছিলে মনে করো সেসব কালজয়ী দিন।আমি বলবো শিক্ষা নাও।নিজেকে সমৃদ্ধ করো।বলিয়ান করো, বলিষ্ঠ হউ।নতজানু হয়ে শিওরে পা ভেড়াতে শেখো, সুযোগ কর দুর্দমনীয় হবার।"
ReplyDeleteকথাগুলো আসলেই সুন্দর অনেক 🥰
অনেক ভাল লিখেছ বন্ধু😍
ReplyDeleteতুই অনেক বড় হবি 💝