Advertisement

উন্মেষ

কবিতাঃ শ্রমের মূল্য

unmesh
প্রচ্ছদঃ উন্মেষ
শ্রমিক যারা বেজায় খাটে
মূল্য পায় না অতো,
একটু যদি দোষ করিলো
শুনবে কথা শতো।

প্রভাত থেকে বিকেল বেলা
গায়ের জোরে খাটে,
বালি টানে পাথর টানে
ধান কাটিতে মাঠে।

রোদে পুড়ে বৃষ্টি মাথায়
শ্রম বেচিয়া চলে,
সঠিক মূল্য দিতে তাদের
রাসূল গেছে বলে।

কবিঃ মহিউদ্দিন বিন্ জুবায়েদ
মুহিমনগর, চৈতনখিলা, শেরপুর।

Post a Comment

0 Comments