Advertisement

উন্মেষ

রমজানের নির্বাচিত ছড়া

rojan chora unmesh
প্রচ্ছদঃ উন্মেষ 






ফুল 
বছরে একবার ফোটে যে ফুল
সুঘ্রান নিতে করো নাকো ভুল।
রহমতে কমতি নেই একচুল, 
রমজান হলো সেই এক ফুল। 

চাঁদ 
আকাশেতে উঠেছে রমজানের চাঁদ 
রহমতের জোয়ার শুরু হল আজ, 
ইবাদতে মন দেওয়া যেন হয় প্রধান কাজ, 
তবে হৃদয়ে মিলবে বরকতের তাজ। 

মাফ
রমজানে হয় সব পাপের সাফ 
সুযোগ থাকতে চেয়ে নাও মাফ,
যে হতভাগা চাইনি তার পাপের মাফ 
সে যেন দিলো আগুনেতে ঝাঁপ।  

রমজান
বছরে আসে একবার রমজান, 
ইবাদতের মন-প্রাণ করো কুরবান। 
এ মাসে বরকতের বয় বাতাস 
গুনাহ মাফের তাইতো পাই আভাস 
এ মাসে তাইতো হইও না হতাশ 
রহমতে ভরা ঐ আকাশ।

বরকত 
জীবনে করেছ যত পাপ 
রমজানে চেয়ে নাও তার মাফ 
বরকতে ভরা আছে সারাদিন রাতে 
প্রার্থনা করে নাও এই দুই হাতে। 
এ মাসে ইবাদতের বেড়ে যায় বহুগুণ দাম 
এবাদত করা তাই লাভের কাম। 

দান মান 
রমজানে মন খুলে করো দান 
আল্লাহ দিবে তার বহুগুণ মান, 
খাবার তুলে দিবে অভাবীদের মুখে 
আল্লাহ পাশে থাকবে তোমার দুঃখে। 
দান করো যারা অর্থহারা 
আল্লাহ দিবে তোমার বরকতে সারা।  

লেখকঃ সাইমা সাদিয়া
মোহাম্মদপুর,ঢাকা 

 

 

Post a Comment

0 Comments