Advertisement

উন্মেষ

কবিতাঃ নারী কর্মী

unmesh
প্রচ্ছদঃ উন্মেষ ও ইন্টারনেট

আমি শ্রমিক আমি কর্মী
আমি সংগ্রামী নারী,
দিনে শ্রমিকের পোশাকে
সন্ধ্যায় হই সংসারী।

আমি কাটি তুমি কাটো
কেন পার্থক্য মাপে,
অর্ধেক টাকা সম কাজে
করা হয় সম ধাপে।

আমার দায়িত্ব থাকবে
কর্মক্ষেত্রে কাজ,
বাড়িতে এসে সবাইকে
সামলানো সাজ।

তবুও কেন নারী কর্মীকে
পিছনে ফেলে রাখো,
পুরুষের চেয়ে কম মজুরী
কেন দিয়ে থাকো ?

আমি নারী আমি কর্মী
সংগ্রামী মা আমি,
সম অধিকার সম মর্যদা
দিয়ে দাও তুমি।


কবিঃ রেখা আক্তার
বানিয়াচং, হবিগঞ্জ।

Post a Comment

0 Comments