Advertisement

উন্মেষ

কবিতা : করোনা

 মোঃ এনায়েত হোসেন
করোনা ভাই করোনা 
ঘরের বাহির হয়োনা 
চলেছে দেশে অবরোধ 
করোনা করতে নিরোধ।

 রাজপথ গলিপথ
 ফাকা থাকবে সব পথ
 সাবান দিয়ে ধুয়ে হাত
 সবাই করবো প্রতিবাদ৷

হ্যান্ডসেক এ হয় করোনা
মাস্ক ছাড়া ঘুরোনা
থাকলে সবাই পরিস্কার 
অবরোধের পাবে উপকার।

কবিঃ সাঘাটা, গাইবান্ধা।

Post a Comment

0 Comments